বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সফল ব্যাটসম্যান মুশফিকুর রহিম আনুষ্ঠানিকভাবে ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের বিদায়ের ঘোষণা দেন তিনি। এরপর ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) ম্যাচে সতীর্থদের কাছ থেকে গার্ড অব অনার পান মুশফিক।
বৃহস্পতিবার মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং রূপগঞ্জ টাইগার্স-এর মধ্যকার ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় মোহামেডান। উইকেটকিপিং গ্লাভস পরে মাঠে নামার সময় মোহামেডানের ক্রিকেটাররা দুই সারিতে দাঁড়িয়ে মুশফিককে গার্ড অব অনার দেন। এই বিশেষ মুহূর্তে তার জাতীয় দলের দীর্ঘদিনের সতীর্থ তামিম ইকবাল, মাহমুদউল্লাহ ও মেহেদী হাসান মিরাজও উপস্থিত ছিলেন।
ওয়ানডে থেকে মুশফিকের অবসরের পর তামিম ইকবাল একটি ভিডিও বার্তায় বলেন, আজকে এমন একজন ব্যক্তি অবসর নিলেন, যার সঙ্গে আমার ২০-২৫ বছরের সম্পর্ক। অনূর্ধ্ব-১৫ থেকে একসঙ্গে খেলছি। সাধারণ একজন ব্যাটসম্যান থেকে বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটসম্যান হয়ে ওঠা—আমি সেটা কাছ থেকে দেখেছি। অনেকেরই তার কঠোর পরিশ্রমটা দেখার সুযোগ হয়নি, কিন্তু আমি দেখেছি। একটা মানুষের পক্ষে যতটা কষ্ট করা সম্ভব, আমার মনে হয় সে সব করেছে। আমরা মাঝেমাঝে মজা করতাম, সে এত কষ্ট করে কেন! কিন্তু ওর নিবেদন, খেলার প্রতি ভালোবাসা বিশাল। আমি বুঝতে পারি, খেলা ছেড়ে দেওয়া ওর জন্য কতটা কঠিন।
মুশফিককে নিয়ে আবেগঘন বার্তা দিয়েছেন তার সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তিনি ফেসবুকে লিখেছেন, ওয়ানডেতে তোমার রেকর্ডই তোমার হয়ে সাক্ষ্য দেবে অনেক কিছুর। তোমার ব্যাটের দ্যুতিতে কত আলোর দিন এসেছে দেশের ক্রিকেটে! তবে রেকর্ড বইয়ে লেখা থাকবে না, কতটা নিবেদন আর নিষ্ঠায় তুমি ক্যারিয়ার গড়েছিলে, কতটা ঘামের স্রোত পেরিয়ে সাফল্যের তীর ছুঁয়েছিলে। তোমার পরিশ্রম, প্রতিজ্ঞা আর ত্যাগের গল্প প্রজন্মের পর প্রজন্মে অনুকরণীয় হয়ে থাকবে।
মুশফিকের ওয়ানডে ক্যারিয়ারের পরিসংখ্যান
ওয়ানডে ম্যাচ: ২৭৪
রান: ৭,৭৯৫
গড়: ৩৬.৪২
সর্বোচ্চ ইনিংস: ১৪৪
সেঞ্চুরি: ৯
ফিফটি: ৪৭
বাংলাদেশের হয়ে ওয়ানডেতে সর্বোচ্চ ৮,৩৫৭ রান করেছেন তামিম ইকবাল, তবে তিনি খেলেছেন ২৪৩ ম্যাচ।
মুশফিকুর রহিমের বিদায়ে বাংলাদেশ ক্রিকেটের একটি যুগের সমাপ্তি ঘটল। তার নিবেদন, পরিশ্রম এবং অসামান্য ক্যারিয়ার আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। ক্রিকেট ভক্তরা তার অবসরের সিদ্ধান্তে আবেগাপ্লুত হলেও, দেশের ক্রিকেটে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?