মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানির নামে গড়ে ওঠা বড় সিন্ডিকেটের প্রধান রুহুল আমিন স্বপনের বিপুল সম্পত্তি ক্রোক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তার এবং তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে থাকা প্রায় ৫০০ কোটি টাকার স্থাবর সম্পত্তি আদালতের নির্দেশে জব্দ করা হয়েছে।
অভিযোগ রয়েছে, রুহুল আমিন স্বপন মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে প্রায় ৮ হাজার কোটি টাকা হাতিয়ে নেন। সেই অর্থে তিনি ঢাকায় বাড়ি, জমি ক্রয়সহ বিপুল সম্পদের মালিক হন। এভাবে অর্জিত অর্থ দেশের বাইরে পাচার করে মানিলন্ডারিং অপরাধে জড়িত থাকার প্রমাণ মিলেছে বলে সিআইডির দাবি।
মৃত মোহাম্মদ আবদুল করিমের ছেলে রুহুল আমিন বর্তমানে রাজধানীর উত্তরায় বসবাস করেন। তার মালিকানাধীন জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠান ক্যাথারসিস ইন্টারন্যাশনাল-এর নামে ঢাকার ভাটারা, বনানী ও উত্তরা এলাকায় মোট ৭টি দলিলভুক্ত জমি রয়েছে, যার আয়তন ২৩১ কাঠা এবং দলিল মূল্য ১৫ কোটি ৫৫ লাখ টাকা। এসব জমির ওপর নির্মিত অবকাঠামোসহ মোট ৫০০ কোটি টাকার সম্পত্তি এবার ক্রোক করা হয়েছে।
ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট, সিআইডি ঢাকার আবেদনের ভিত্তিতে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সিনিয়র স্পেশাল জজ এই ক্রোকাদেশ দেন।
সিআইডি জানায়, শুধু রুহুল আমিন নন, জনশক্তি রপ্তানি সিন্ডিকেটের অন্য সদস্যদের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে। মানিলন্ডারিং প্রতিরোধ আইনে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?