অবৈধ অভিবাসী দমন অভিযানে ৭৭ বাংলাদেশিকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। রোববার (১৬ ফেব্রুয়ারি) অপ্স সাপুর মাধ্যমে একটি শ্রমিক আবাসন কমপ্লেক্সে অভিযান চালিয়ে বাংলাদেশিসহ মোট ১০৫ অভিবাসীকে আটক করা হয়। সোমবার জোহর রাজ্যের ইমিগ্রেশন বিভাগের (জেআইএম) পরিচালক দাতুক মোহাম্মদ রুশদি মোহাম্মদ দারুস এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, রোববার রাত ১টা থেকে ৩টা পর্যন্ত বাতু পাহাত, মুয়ার এবং সেগামাত শাখার জেআইএম এনফোর্সমেন্ট ইউনিট এবং জোহর জেআইএমের সুলতান ইস্কান্দার ভবনে অভিযান চালানো হয়।
পরিচালক জানান, ওই দেশের জনসাধারণের অভিযোগের ভিত্তিতে বৈধ পাস বা পারমিট ছাড়া শেয়ার্ড হাউস বন্দোবস্তে বসবাসকারী বিদেশীদের সম্পর্কে এ অভিযান চালানো হয়। এ সময় মোট ৩২৯ জন অভিবাসীর কাগজপত্র পরীক্ষা করা হয়। তাদের মধ্য থেকে ৭৭ বাংলাদেশি, ইন্দোনেশিয়ান ১৬ পুরুষ ও ৭ মহিলা, মায়ানমারের ২, পাকিস্তানি ২ এবং ১ ভারতীয়সহ মোট ১০৫ জন অভিবাসীকে আটক করা হয়। আটকদের বয়স ১৮ থেকে ৫৪ বছরের মধ্যে।
আটক অভিবাসীরা মালয়েশিয়ায় থাকার জন্য কোনও বৈধ পাস বা পারমিট না থাকার কারণে অভিবাসন আইনের ১৯৫৯/৬৩ (আইন ১৫৫) ধারার ৬(১)(সি) অধীনে অপরাধ করেছেন বলে সন্দেহ করা হচ্ছে। ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ (আইন ১৫৫) এর ১৫ (১) (গ) ধারার অধীনে অতিরিক্ত সময় ধরে থাকার জন্য তাদের আটক করা হয়। আটকদের আরও তদন্ত এবং ব্যবস্থা নিতে পন্টিয়ানের পেকান নেনাস ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে।
পরিচালক বলেন, বৈধ ভ্রমণ নথি, পাস বা ওয়ার্ক পারমিট ছাড়াই বিদেশী কর্মী নিয়োগকারী, নিয়োগকর্তা ও প্রাঙ্গণের মালিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এমনকি এ বিষয়ে জিআইএম জোহর কোনও আপস করবেন না বলেও জানিয়েছেন পরিচালক।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?