clock ,

মালয়েশিয়ায় পেশাজীবীদের নিয়ে বিডি এক্সপ্যাটের ইফতার

মালয়েশিয়ায় পেশাজীবীদের নিয়ে বিডি এক্সপ্যাটের ইফতার

মালয়েশিয়ায় বাংলাদেশি পেশাজীবীদের সংগঠনবাংলাদেশি এক্সপ্যাট ইন মালয়েশিয়া’ (বিডিএক্সপ্যাট) এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ মার্চ) কুয়ালালামপুরের গাওয়ালা রেস্তোরাঁয় আয়োজন করা হয়।

ডিএইচএল মালয়েশিয়ার ফাইন্যান্স প্রফেশনাল অসীম সাহা রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মো. শামীম আহসান। তিনি সংগঠনের কার্যক্রমের প্রশংসা করে ভবিষ্যতে বাংলাদেশ হাই কমিশনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

ইফতার অনুষ্ঠানে হাই কমিশনের অন্যান্য কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন, কমোডর মো. হাসান তারিক মন্ডল, প্রতিরক্ষা উপদেষ্টা, মিনিস্টার মোছা. শাহানারা মনিকা, দূতালয় প্রধান (রাজনৈতিক) প্রণব কুমার ভট্টাচার্য্য,কাউন্সেলর (শ্রম) সৈয়দ শরিফুল ইসলাম, কাউন্সেলর (পাসপোর্ট ভিসা), মিয়া মোহাম্মদ কিয়ামুদ্দিন, প্রথম সচিব (শ্রম) .এস.এম জাহিদুর রহমান, প্রথম সচিব (বাণিজ্যিক) প্রণব কুমার ঘোষ।

অনুষ্ঠানে এপসিস মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল বিজনেস হেড বিডি এক্সপ্যাটের এক্সিকিউটিভ মুশফিকুর রহমান রিয়াজ শুভেচ্ছা বক্তব্য দেন এবং সংগঠনের কার্যক্রম তুলে ধরেন।

এছাড়া বিডি এক্সপ্যাটের এক্সিকিউটিভদের মধ্যে উপস্থিত ছিলেন: ইউনিভার্সিটি মালায়ার ফ্যাকাল্টি অব বিজনেস অ্যান্ড ইকোনমিক্স এর সিনিয়র লেকচারার . মোহাম্মদ আলী তারেক, ইউনিভার্সিটি মালায়ার ফ্যাকাল্টি অব মেডিসিন এর মেডিক্যাল লেকচারার ডা. তানিয়া ইসলাম, ডিএইচএল মালয়েশিয়ার ফাইন্যান্স প্রফেশনাল অসীম সাহা রায়, মাস্টারকার্ড এর ম্যানেজিং কনসালটেন্ট রিবো আলম, সিবিএল মানি ট্রান্সফার-এর তথ্যপ্রযুক্তি কনসালটেন্ট পাভেল সারওয়ার, পিএইচডি গবেষক আশা হোসেন, পিএইচডি গবেষক পারিসা ইসলাম খান ব্রেইন স্টেশন ২৩-এর কান্ট্রি ডিরেক্টর আফনান জাফর।

ইফতার মাহফিলে মালয়েশিয়ায় কর্মরত ১১০ জন প্রবাসী বাংলাদেশি অংশ নেন। ইফতার মাহফিলে মোনাজাত পরিচালনা করেন আইকিউআই গ্লোবালের সফটওয়্যার ইঞ্জিনিয়ার মো. আমান উল্লাহ।

বাংলাদেশি এক্সপ্যাট ইন মালয়েশিয়া (বিডি এক্সপ্যাট) মালয়েশিয়ায় বসবাসরত কর্মরত প্রফেশনালদের সর্ববৃহৎ সামাজিক-সাংস্কৃতিক সংগঠন। ২০১৬ সালে প্রতিষ্ঠিত এই সংগঠনের বর্তমানে ৮৫০-এর বেশি সদস্য রয়েছে। সংগঠনটি মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশি পেশাজীবীদের সংযুক্ত করে বাংলা ভাষা, স্বাধীনতা, সংস্কৃতি এবং ঐতিহ্যের সংরক্ষণ, প্রবাসে বাংলাদেশকে ব্র্যান্ডিং, পারস্পরিক বন্ধন বৈচিত্র্য প্রচারের ক্ষেত্রে কাজ করছে। সংগঠনের মূল উদ্যোগগুলোর মধ্যে রয়েছে: লিডার্স' টক, উইমেনস' কোর, বৈঠক, টেক আড্ডা কিডস' ক্লাব
এছাড়াও প্রতি বছর বাংলাদেশের জাতীয় দিবস উদযাপন, সাংস্কৃতিক কার্যক্রম, মিট অ্যান্ড গ্রিট গ্যাদারিংসহ বিভিন্ন নিয়মিত আয়োজন করা হয়।

সংগঠনের নেতৃত্বে যারা রয়েছেন, তারা সকলেই মালয়েশিয়ার বিভিন্ন বহুজাতিক প্রতিষ্ঠান এবং স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে কর্মরত রয়েছেন।

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য