যুক্তরাষ্ট্রের সরকারি কর্মীদের কাছে দ্বিতীয় দফায় ই-মেইল পাঠিয়েছে ট্রাম্প প্রশাসন। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তাদের কাছে ই-মেইল পাঠানো হয়। প্রথমবারের মতো এবারেও গত সপ্তাহের কাজের সারসংক্ষেপ চাওয়া হয়েছে কর্মীদের কাছ থেকে। রোববার (২ মার্চ) বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রথমবারের ই-মেইল নিয়ে বিভ্রান্তি তৈরি হওয়ার পর দ্বিতীয় দফায় কর্মীদের কাছে কাজের জবাব চেয়ে মেইল পাঠালো ট্রাম্প প্রশাসন।
রয়টার্স নিশ্চিত করেছে, সরকারের মানবসম্পদ বিভাগ, মার্কিন কর্মী ব্যবস্থাপনা অফিস থেকে ই-মেইলগুলো একাধিক সংস্থার কাছে পাঠানো হয়েছে। যেখানে গত সপ্তাহে অর্জন করা পাঁচটি কাজের তালিকা দিতে বলা হয়েছে কর্মীদের।
সরকারি কর্মীদের কর্মক্ষমতা মূল্যায়নের জন্য এই পদক্ষেপ নিয়েছে বিলিয়নিয়ার ইলন মাস্ক এবং তার সরকার বিভাগের দক্ষ দল। এর আগে সরকারি খরচ কমাতে কর্মীদের ব্যাপকভাবে চাকরি থেকে ছাঁটাই করার ঘোষণা দেয় ট্রাম্প প্রশাসন।
মাস্ক সামাজিকমাধ্যম এক্সে লিখেছেন, প্রেসিডেন্ট স্পষ্ট করে বলেছেন, নির্বাহী বিভাগে কাজ করা সবার জন্য মেইলের জবাব দেয়া বাধ্যতামূলক।
সংবেদনশীল বিষয়ে কাজ করা যে কেউ ইমেইল পেলেও তাদের প্রতিক্রিয়া জানাতে হবে, সেক্ষেত্রে তারা ‘সেনসিটিভ’ কাজে নিয়োজিত তা উল্লেখ করতে হবে।
গত সপ্তাহেও একই রকম একটি মেইল পাঠিয়েছিলেন মাস্ক। সেবার জবাব দিতে ব্যর্থ হলে চাকরিচ্যুতির হুমকি দেয়া হয়েছিল। তবে গতবারের মেইল নিয়ে বিভ্রান্তি তৈরি হওয়ার পর আবার মেইল পাঠালেন মাস্ক।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?