গার্মেন্টেসে চাকরির প্রলোভন দেখিয়ে কক্সবাজারে দুই কিশোরীকে বিক্রি করে দেওয়ার অভিযোগে সিলেটের পীরেরবাজার টিকরপাড়া এলাকা থেকে এক দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন মুরাদ আহমদ রাজু ও তার স্ত্রী শাহনাজ।
সোমবার সকালে তাদের আটক করা হয়। এর আগে বাংলাদেশের শীর্ষস্থানীয় দৈনিক বাংলাদেশ প্রতিদিন-এ ‘কাজের কথা বলে মানুষ বিক্রি’ শিরোনামে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হলে পুলিশ দ্রুত পদক্ষেপ নেয়।
পুলিশ জানায়, ওই দম্পতির ছেলে ইমন হোসেন ও মেয়ে পিংকি ওরফে বৃষ্টির সহযোগিতায় কিশোরীদের কক্সবাজারে পাঠিয়ে একটি আবাসিক হোটেলে বিক্রি করা হয়। সেখানে তাদের ১৪ দিন আটকে রেখে যৌন কাজে বাধ্য করা হয়। পরে নির্যাতনের শিকার দুই কিশোরী পালিয়ে সিলেটে ফিরে এলে অসুস্থ অবস্থায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি (One Stop Crisis Centre)-তে ভর্তি করা হয়।
ভুক্তভোগীদের পরিবারের পক্ষ থেকে রবিবার রাতে শাহপরাণ থানায় মানবপাচার আইনে মামলা দায়ের করা হয়। পরদিন সকালেই পুলিশ অভিযান চালিয়ে প্রধান দুই অভিযুক্তকে গ্রেফতার করে। এখনও পলাতক রয়েছে ইমন হোসেন ও পিংকি ওরফে বৃষ্টি।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, “গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।”
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?