সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় হাজিদের সঙ্গে প্রতারণার অভিযোগে চার চীনা নাগরিককে গ্রেফতার করেছে স্থানীয় নিরাপত্তা বাহিনী। মক্কা পুলিশের নিরাপত্তা টহল দল ভুয়া হজ ক্যাম্পেইন পরিচালনার অভিযোগে তাদের আটক করে।
সৌদি গেজেটের এক প্রতিবেদনে জানানো হয়েছে, অভিযুক্তরা হজের সময় আবাসন, পরিবহন সুবিধা, অন্যের পক্ষে হজ সম্পাদনের সেবা, কোরবানির পশু সরবরাহ এবং হজ ব্রেসলেট বিক্রির নামে ভুয়া প্রচারণা চালাচ্ছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে এসব অফারের মাধ্যমে হাজিদের প্রলোভনে ফেলা হচ্ছিল।
মক্কা পুলিশ জানিয়েছে, আইনি প্রক্রিয়া সম্পন্ন করে অভিযুক্তদের পাবলিক প্রসিকিউশনে হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে, হজ মৌসুম সামনে রেখে হজযাত্রীদের প্রতারণা থেকে রক্ষায় কড়া নজরদারি চালানো হচ্ছে।
চলতি সপ্তাহে এ ধরনের আরেকটি প্রতারক চক্রকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, এ ধরনের ভুয়া কার্যক্রম পবিত্র হজের মর্যাদা ক্ষুণ্ন করে এবং তা কঠোরভাবে দমন করা হবে।
সৌদি আরবের জেনারেল ডিরেক্টরেট অব পাবলিক সিকিউরিটি নাগরিক ও হজযাত্রীদের হজসংক্রান্ত আইন মেনে চলার আহ্বান জানিয়েছে। কোনো ধরনের সন্দেহজনক কার্যকলাপ চোখে পড়লে মক্কা, রিয়াদ এবং পূর্বাঞ্চলের বাসিন্দাদের ৯১১ এবং অন্যান্য অঞ্চলের জন্য ৯৯৯ নম্বরে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?