মৃত্যুর আগে মা ও ভাইকে হোয়াটসঅ্যাপে শেষবারের মতো মর্মস্পর্শী বার্তা পাঠান অনভিতা শর্মা। তাতে লিখেছিলেন, "আর সহ্য হচ্ছে না। স্বামী প্রতিটা কাজে খুঁত ধরে। আমার শ্বশুরবাড়ি শুধু নিতেই জানে, দিতে নয়।"
রবিবার গাজিয়াবাদের বসুন্ধরার নিজ বাড়ি থেকে কেন্দ্রীয় বিদ্যালয়ের ২৯ বছর বয়সী এই শিক্ষিকার ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর তার স্বামী গৌরব কৌশিক ও শ্বশুর সুরেন্দ্র শর্মাকে গ্রেফতার করা হয়েছে, তবে শাশুড়ি মঞ্জু এখনো পলাতক।
স্বামীকে উদ্দেশ্য করে অনভিতা তার শেষ বার্তায় লেখেন, "রান্না করে রেখেছি, গৌরব কৌশিক, দয়া করে খেয়ে নিও।"
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?