দুবাইয়ে রহস্যজনকভাবে মারাত্মক আহত হয়েছেন ইউক্রেনের ২০ বছর বয়সী মডেল মারিয়া কোভালচুক। তিনি বর্তমানে জীবন-মৃত্যুর সঙ্গে লড়ছেন এবং তিনটি অপারেশন করা হয়েছে তার। তবে এ ঘটনায় অনেক প্রশ্ন উঠেছে, বিশেষ করে তার নিখোঁজ হওয়া এবং পরে রাস্তায় আহত অবস্থায় পাওয়া যাওয়ার বিষয়ে।
মারিয়াকে দু'জন পুরুষ মডেলিং এজেন্সির প্রতিনিধিরা পার্টিতে নেয়ার কথা বলে সঙ্গে নিয়ে যান। এরপর থেকে পরস্পর বিরোধী তথ্য মিলছে, তবে আসল ঘটনা কী ছিল তা এখনও স্পষ্ট নয়। একদিকে, পুলিশ দাবি করছে যে, মারিয়া ৯ই মার্চ রাতে একটি হোটেলের পার্টিতে গিয়েছিলেন এবং সেখানে থেকে তিনি উচ্চতা থেকে পড়ে আহত হন। অন্যদিকে, অনেকেই মনে করছেন, তাকে কোনো নির্মাণাধীন ভবনে নিয়ে গিয়ে সেখানে হয়তো তাকে ব্যবহার করা হয়েছে এবং পরবর্তীতে রাস্তায় ফেলে দেয়া হয়েছে।
মারিয়াকে ১০ দিন নিখোঁজ থাকার পর ১৯ই মার্চ একটি রাস্তার পাশে পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। তার হাত, পা ও মেরুদণ্ড ভাঙা ছিল এবং তাকে দ্রুত হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। তার মা আন্না জানিয়েছেন, তিনটি অপারেশন সম্পন্ন হয়েছে এবং আরও একটি অপারেশন করার প্রয়োজন হতে পারে। তবে এখনও তার অবস্থা আশঙ্কাজনক এবং তিনি কথা বলতে পারছেন না।
ফ্লাইট মিস করার পর মারিয়ার মা ও বন্ধুরা পুলিশকে জানান এবং তদন্ত শুরু হয়। এরপর, ৯ই মার্চের ঘটনা নিয়ে পুলিশের বক্তব্যে কিছু অসঙ্গতি দেখা গেছে, কারণ এতদিন পর তাকে কোথায় রাখা হয়েছিল, সে প্রশ্ন থেকেই যাচ্ছে।
এ বিষয়ে তদন্ত চলছে এবং মারিয়ার পরিবার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছে পুলিশ। বিষয়টি নিয়ে আরও কিছুদিন পরই হয়তো তদন্তের ফলাফল পাওয়া যাবে।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?