সিডনি টেস্টে অস্ট্রেলিয়ার কাছে ৬ উইকেটে হেরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার স্বপ্ন ভেঙে গেল ভারতের। টানা তৃতীয়বার ফাইনালে খেলার আশা শেষ হলো বিরাট কোহলি, জাসপ্রিত বুমরাহ ও ঋষভ পন্তদের। অন্যদিকে, বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া টানা দ্বিতীয়বার ফাইনালে জায়গা নিশ্চিত করেছে।
এই জয়ের মাধ্যমে অস্ট্রেলিয়া শুধু ফাইনালে উঠেই ক্ষান্ত হয়নি, বরং ৩-১ ব্যবধানে সিরিজ জিতে পুনরুদ্ধার করেছে বোর্ডার-গাভাস্কার ট্রফি। ২০১৪-১৫ মৌসুমের পর এই প্রথমবার তারা সিরিজটি নিজেদের ঘরে তুলল।
সিডনি টেস্টের ভাগ্য অনেকটাই নির্ধারিত হয়ে গিয়েছিল ভারতের দ্বিতীয় ইনিংসে মাত্র ১৫৭ রানে অলআউট হওয়ার পর। চতুর্থ দিনের সকালে ৬ উইকেটে ১৪১ রান নিয়ে ব্যাটিং শুরু করলেও ভারত প্রথম ঘণ্টার মধ্যেই বাকি ৪ উইকেট হারায়। মাত্র ৭.৫ ওভারে স্কোরবোর্ডে যোগ করে আরও ১৬ রান। ফলে অস্ট্রেলিয়ার সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় মাত্র ১৬২ রান।
ছোট লক্ষ্য তাড়া করতে নেমে অস্ট্রেলিয়ার দুই ওপেনার স্যাম কনস্টাস ও উসমান খাজা শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন। মাত্র ২ ওভারে স্কোরবোর্ডে যোগ হয় ২৬ রান। ইনিংসের ৩.৫ ওভারে প্রসিদ্ধ কৃষ্ণার বলে কনস্টাস ২২ রান করে আউট হলেও অস্ট্রেলিয়ার স্কোর ছিল তখনই ৩৯।
অস্ট্রেলিয়া দ্রুত ৫০ রানে পৌঁছে যায়, তবে পরে মার্নাশ লাবুশেন (৬) ও স্টিভেন স্মিথের (৪) উইকেট হারায়। দুটিই তুলে নেন প্রসিদ্ধ কৃষ্ণা। তবে উসমান খাজা (৪৫ বলে ৪১) ও ট্রাভিস হেডের দায়িত্বশীল ব্যাটিং অস্ট্রেলিয়ার জয় নিশ্চিত করে।
১০৪ রানে খাজা আউট হলেও ট্রাভিস হেড এবং বাউ ওয়েবস্টারের অপরাজিত ৫৩ রানের জুটিতে সহজেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিকরা। হেড ৩৮ বলে ৩৪ রান করেন এবং ওয়েবস্টার ৩৪ বলে ৩৯ রানে অপরাজিত থাকেন।
ফাইনালের প্রতিপক্ষ ও সময়সূচি
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা ধরে রাখার লড়াইয়ে ফাইনালে অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ হবে দক্ষিণ আফ্রিকা। শিরোপা নির্ধারণী ম্যাচটি শুরু হবে আগামী ১১ জুন, লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?