বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ক্রীড়া প্রশিক্ষণ বিভাগের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোস্তাইন কবীর সোহেলের (৪৪) ঝুলন্ত মরদেহ তাঁর নিজ অফিস কক্ষ থেকে উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া প্রশিক্ষণ বিভাগের অফিসে এ ঘটনা ঘটে।
কোতোয়ালি মডেল থানার পুলিশ তাঁর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। সোহেলের কক্ষ থেকে দুইটি সুইসাইড নোট ও একটি মোবাইল উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে।
কৃষিবিদ মোস্তাইন কবীর সোহেল ত্রিশালের চরপাড়া গ্রামের আব্দুল মতিনের ছেলে। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক ছিলেন।
বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. শহীদুল ইসলাম বলেন, "সকাল সাড়ে ৭টার দিকে সোহেল বাজার করার উদ্দেশ্যে বাসা থেকে বের হন। পরে তাঁর ঝুলন্ত মরদেহের খবর পাই। পুলিশ প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলছে। এটি অত্যন্ত দুঃখজনক ও মর্মান্তিক। তবে বিস্তারিত তদন্ত প্রয়োজন।"
কোতোয়ালি মডেল থানার ওসি সফিকুল ইসলাম খান বলেন, "লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কক্ষ থেকে দুটি নোট ও একটি মোবাইল উদ্ধার করা হয়েছে। তদন্তের স্বার্থে নোটে কী লেখা আছে, তা আপাতত বলা যাচ্ছে না। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।"
মোস্তাইন কবীর সোহেলের বাবা আব্দুল মতিন বলেন, "গত ১৬ ডিসেম্বর সোহেল বাড়িতে গিয়েছিল। তখন সে বলেছিল কিছু ঋণের চাপে আছে। কিন্তু এমন কিছু ঘটবে, তা ভাবিনি।"
ঘটনাটি বিশ্ববিদ্যালয়ের ভেতরে ও বাইরে তীব্র আলোড়ন সৃষ্টি করেছে। এটি নিয়ে শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট মহলে শোক ও উদ্বেগ দেখা দিয়েছে।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?