রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আজ রোববার বিকেলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জুলাই বিপ্লবের ঘোষণাপত্রসহ বিভিন্ন সমসাময়িক ইস্যুতে বক্তব্য রাখেন।
প্রেস সচিব জানান, জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে শিগগিরই রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু হবে। আলোচনার ভিত্তিতে ঘোষণাপত্রের খসড়া প্রস্তুত করা হবে। তিনি বলেন, "শেখ হাসিনাকে দেশে এনে বিচারের মুখোমুখি করাই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার।"
শফিকুল আলম আরও বলেন, "গত ১৬ বছরের সব দুর্নীতি ও অনিয়ম নিয়ে কাজ করছে সরকার। রাতের ভোটের পরিকল্পনাকারীরা কীভাবে পালিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।"
সাংবাদিক দম্পতি সাগর-রুনির হত্যাকাণ্ডের প্রসঙ্গে তিনি বলেন, "হত্যা মামলাটি পুনরায় খোলা হয়েছে এবং পিবিআই (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন) এই মামলার তদন্ত করছে। আমরা আশাবাদী, প্রচুর শ্রম দেওয়া হচ্ছে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে।"
গণমাধ্যমের স্বাধীনতার প্রসঙ্গে তিনি বলেন, "গত পাঁচ মাসে গণমাধ্যম যতটুকু স্বাধীনতা ভোগ করেছে, তা ইতিহাসে নজিরবিহীন। সরকারের পরিকল্পনা রয়েছে বিটিভির সংবাদ সম্প্রচারের পরিধি আরও বড় করার।"
শফিকুল আলম আশা প্রকাশ করেন যে, "জুলাই বিপ্লবের চেতনা ধারণ করে বিটিভির সংবাদ ও অনুষ্ঠান পরিচালিত হবে।"সাইবার সুরক্ষা আইন নিয়ে সরকার কাজ করছে বলেও তিনি জানান। তিনি বলেন, "উপদেষ্টা এই আইন নিয়ে কাজ করছেন এবং সব পক্ষের মতামতকে গুরুত্ব দেওয়া হচ্ছে।" সংবাদ সম্মেলনে প্রেস সচিব সরকারের বিভিন্ন উদ্যোগ ও ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়গুলো স্পষ্টভাবে তুলে ধরেন।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?