clock ,

তারেক রহমানকে দেশে ফেরানোর পরিস্থিতি তৈরি হয়নি: সালাহউদ্দিন আহমেদ

তারেক রহমানকে দেশে ফেরানোর পরিস্থিতি তৈরি হয়নি: সালাহউদ্দিন আহমেদ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার মতো সঠিক পরিবেশ এখনো তৈরি করা সম্ভব হয়নি বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

আজ রোববার দুপুর ১টার দিকে যুক্তরাজ্য সফর শেষে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপ করেন। লন্ডন সফরে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি।

সালাহউদ্দিন আহমেদ বলেন, “তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার মতো পরিস্থিতি আমরা এখনো তৈরি করতে পারিনি। তবে তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। অন্যথায় ফ্যাসিবাদী শক্তি ফের সক্রিয় হয়ে উঠবে।

অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ করে সালাহউদ্দিন আহমেদ বলেন, “রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে একটি নির্দিষ্ট নির্বাচনী রোডম্যাপ প্রকাশ করা জরুরি। শুধু ধারণা দিয়ে কোনো সমাধান হবে না।

নতুন রাজনৈতিক দল গঠনের বিষয়ে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, “বিএনপি সব সময় নতুন রাজনৈতিক দলকে স্বাগত জানায়। তবে সেই দল যেন 'কিংস পার্টি'-এর মতো প্রভাবিত না হয়।

তিনি আরও বলেন, “বর্তমানে ফ্যাসিবাদবিরোধী যে ঐক্য গড়ে উঠেছে, তা বাস্তবায়নের জন্য গণতান্ত্রিক প্রক্রিয়ায় জাতীয় ঐক্যের ভিত্তিতে দ্রুত একটি নির্বাচন আয়োজন করা জরুরি।

গত ২০ ডিসেম্বর যুক্তরাজ্যে যান সালাহউদ্দিন আহমেদ। সফরে তিনি বিএনপির ভবিষ্যৎ রাজনীতি আগামী জাতীয় নির্বাচন নিয়ে তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন। এছাড়া যুক্তরাজ্য বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গেও বৈঠক করেছেন বলে জানা গেছে।

 

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য