এশিয়ান কাপ বাছাইপর্বের জন্য বাংলাদেশের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছেন জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হাভিয়ের কাবরেরা। ৩৮ সদস্যের দলে ডাক পেয়েছেন ইংল্যান্ড প্রবাসী মিডফিল্ডার হামজা চৌধুরী ও ইতালি প্রবাসী তরুণ ফুটবলার ফাহামেদুল ইসলাম।
বাংলাদেশের হয়ে খেলার জন্য ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লেস্টার সিটি থেকে শেফিল্ড ইউনাইটেডে ধারে যাওয়া অভিজ্ঞ মিডফিল্ডার হামজা চৌধুরী ফিফার অনুমোদন পেয়েছেন গত ডিসেম্বরে। এর আগে, গত আগস্টে তিনি বাংলাদেশি পাসপোর্ট সংগ্রহ করেন। তার নানা বাড়ি সিলেটের হবিগঞ্জ জেলায়।
১৮ বছর বয়সী মিডফিল্ডার ফাহামেদুল ইসলাম বর্তমানে ইতালির চতুর্থ স্তরের ক্লাব অলবিয়াতে খেলছেন। চলতি মাসেই তিনি সিরি ডি-র "জি" গ্রুপের দল অলবিয়াতে যোগ দিয়েছেন। এর আগে, তিনি লিগোরনা ও লিভোরনো ক্লাবে খেলেছেন।
এশিয়ান কাপ বাছাইপর্বের 'সি' গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ: ভারত, হংকং,সিঙ্গাপুর
বাংলাদেশের প্রাথমিক দল:
গোলকিপার: মিতুল মারমা, সুজন হোসেন, মেহেদী হাসান শ্রাবণ, আনিসুর রহমান জিকো ও সাকিব আল হাসান।
ডিফেন্ডার: হাসান মুরাদ, শাকিল আহাদ তপু, মেহেদী হাসান, রহমত মিয়া, মোহাম্মদ শাকিল হোসেন, ঈসা ফয়সাল, তাজ উদ্দিন,তারিক কাজী,তপু বর্মণ, সাদ উদ্দিন, সুশান্ত ত্রিপুরা, ইয়াসিন খান ও জাহিদ হোসেন শান্ত।
মিডফিল্ডার: মোহাম্মদ হৃদয়, সৈয়দ শাহ কাজেম, পাপন সিংহ, মোহাম্মদ সোহেল রানা, সোহেল রানা, চন্দন রায়, মজিবুর রহমান জনি, শেখ মোরসালিন, জামাল ভূঁইয়া, ফাহামেদুল ইসলাম ও হামজা চৌধুরী।
ফরোয়ার্ড: রাকিব হোসেন, ফয়সাল আহমেদ ফাহিম, রাব্বি হোসেন রাহুল, শাহরিয়ার ইমন, রফিকুল ইসলাম, মোহাম্মদ ইব্রাহিম, আরিফ হোসেন, আল আমিন ও পিয়াস আহমেদ নোভা।
বাংলাদেশ দল ২৫ মার্চ ভারতের মেঘালয়ের শিলংয়ে ভারতের বিপক্ষে ম্যাচের আগে চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবে। গ্রুপের শীর্ষ দল সরাসরি ২০২৭ সালে সৌদি আরবে অনুষ্ঠিত এশিয়ান কাপে খেলার সুযোগ পাবে।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?