সদ্য সমাপ্ত বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রেকর্ড ১২ কোটি ২৫ লাখ টাকার টিকিট বিক্রি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ সোমবার বিকালে বিসিবির এক ভিডিওবার্তায় বোর্ড সভাপতি ফারুক আহমেদ এই তথ্য জানিয়েছেন। সাবেক অধিনায়ক ফারুক আহমেদ বলেন, ‘টিকিট বিক্রি থেকে এবার আমরা অবিশ্বাস্য সাফল্য পেয়েছি টিকিটের একটা অংশ অনলাইনে দিয়েছি বলে। যদিও পুরোপুরি অনলাইনে যেতে পারিনি। একটু তুলনা করলে আপনি পরিষ্কার ধারণা পাবেন। আগের সব এডিশন (১০টি) মিলে টিকিট বিক্রি থেকে বিসিবি আয় করেছে ১৫ কোটি টাকার মতো, এবার এক আসরেই আমরা তার কাছাকাছি চলে গেছি। টিকিট বিক্রির স্বত্ব বিক্রি করে আরো ৩ কোটি টাকা পাচ্ছি আমরা তিন বছরের জন্য। এখান থেকে যদি এক কোটি যোগ করেন তাহলে আমাদের আসছে সোয়া ১৩ কোটি টাকার মতো। এটা বিরাট এক মাইলফলক এবং উত্তরোত্তর আমরা হয়তো এ ব্যাপারে এগিয়ে যাব। মোট রাজস্বের বন্টন কীভাবে হবে তা এখনো ঠিক হয়নি, তবে টিকিট বিক্রির অর্থ থেকে ভালো একটা অঙ্ক আমরা সাতটি ফ্র্যাঞ্চাইজিকে দেয়ার চেষ্টা করব।’
এবারের আসর নিয়ে অত্যন্ত আনন্দিত বিসিবি সভাপতি বলেন, এবার আমরা তৃতীয় ও চতুর্থ পুরস্কারও দিয়েছি। যারা তৃতীয় হয়েছে তারা ৬০ লাখ টাকা বাড়তি পেয়েছে। যারা চতুর্থ হয়েছে তারা বাড়তি ৪০ লাখ টাকা পেয়েছে। প্রাইজমানি প্রায় ৭০ শতাংশ বাড়িয়েছি আমরা। আগামী বিপিএল নিয়ে আমরা এখনই কাজ শুরু করে দিয়েছি। নতুন উইন্ডো বের করার চেষ্টা করছি।’
ফারুক আহমেদ আরো বলেন, সাবেক অধিনায়কদের সঙ্গে আজ বসেছিলাম। তারা মূল্যবান কিছু পরামর্শ দিয়েছেন। সেগুলো মেনে নিয়ে আমরা আগামীতে যাতে কাজে লাগাতে পারি, সেই চেষ্টা করব। সবার কাছে চাওয়া, আপনারা বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে থাকবেন। একটি গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট (আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি) খেলতে গেছে বাংলাদেশ টিম। আমরা বাংলাদেশ টিমের সঙ্গে থাকব। সব সময় সাপোর্ট করতে হবে।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?