clock ,

বাসা থেকে জাপানি জনপ্রিয় অভিনেত্রী নাগিকো তোনোর মরদেহ উদ্ধার

বাসা থেকে জাপানি জনপ্রিয় অভিনেত্রী নাগিকো তোনোর মরদেহ উদ্ধার

জাপানের বিনোদন অঙ্গনে নেমেছে শোকের ছায়া। টোকিওর নিজ অ্যাপার্টমেন্ট থেকে উদ্ধার করা হয়েছে জনপ্রিয় অভিনেত্রী নাগিকো তোনোর পচাগলা মরদেহ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৫ বছর। গতকাল (১৮ জুলাই) অভিনেত্রীর পরিবার তার মৃত্যুর খবর নিশ্চিত করে।

জাপানি সংবাদমাধ্যমের খবরে বলা হয়, তোনোর এক ঘনিষ্ঠজন অনেকদিন ধরে তার সঙ্গে যোগাযোগ করতে না পেরে খোঁজ নিতে যান তার বাসায়। সেখানেই পাওয়া যায় অর্ধগলিত মরদেহ। অবস্থা এতটাই খারাপ ছিল যে প্রাথমিকভাবে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরে মরদেহটি ডিএনএ পরীক্ষার জন্য পাঠানো হয়।

পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, এটি কোনো আত্মহত্যা নয় বরং একটি দুর্ঘটনা। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে কিছুদিন সময় লাগবে বলে জানানো হয়েছে।

এদিকে ১৭ জুলাই অভিনেত্রীর অফিশিয়াল ব্লগে একটি আপডেটে জানানো হয়, তোনোর প্রিয় বিড়ালটি নিরাপদে উদ্ধার করা হয়েছে এবং ভালো অবস্থায় রয়েছে। অভিনেত্রীর পরিবার তাদের এই দুঃসময়ে সহানুভূতি ও সমর্থনের জন্য সবাইকে ধন্যবাদ জানিয়েছে।

নাগিকো তোনো একসময় জাপানি টেলিভিশন ও চলচ্চিত্রের অন্যতম পরিচিত মুখ ছিলেন। তার হঠাৎ মৃত্যুতে ভক্তদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য