clock ,

বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান

বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান

জুলাই-আগস্টে বাংলাদেশে তিন ওয়ানডে তিন টি-টোয়েন্টির সিরিজ খেলতে আসবে পাকিস্তান। ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে। গ্রুপ পর্বে ২৭ ফেব্রুয়ারি পাকিস্তানের সঙ্গে নিজেদের শেষ ম্যাচ খেলে পরদিনই দেশে ফিরবে বাংলাদেশ দল। এরপর বাংলাদেশ তাদের পরবর্তী বিদেশ সফরে মে মাসের শেষের দিকে আবার এই পাকিস্তানেই আসবে। এফটিপিতে থাকা সেই সফরে পাকিস্তানের বিপক্ষে তিনটি ওয়ানডে তিনটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। তবে নতুন করে এফটিপির বাইরে আরও একটি সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ, পাকিস্তানের বিপক্ষেই। সেই সূচিতে পাকিস্তান খেলবে বাংলাদেশের মাটিতে। 

দুবাইয়ে বিষয়ে বিসিবি প্রধান এবং পিসিবি প্রধান ইতোমধ্যে বৈঠক সেরে ফেলেছেন। দুই দলই ইতিবাচকভাবে নিয়েছে বিষয়টি। 

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য