জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত—বিয়ে, সন্তান নেওয়া, বাড়ি কেনা বা অবসর গ্রহণের জন্য আদর্শ বয়স কত হওয়া উচিত? এ নিয়ে ১৮টি দেশের জনগণের মতামত জানতে জরিপ চালিয়েছে পিউ রিসার্চ।
জরিপ অনুযায়ী, গড়ে ২৬ বছরকে বিয়ে ও প্রথম সন্তানের জন্য উপযুক্ত বয়স হিসেবে বিবেচনা করা হয়েছে। বাড়ি কেনার জন্য সেরা বয়স ৩০-এর নিচে এবং অবসর গ্রহণের জন্য ৫৮ বছরকে আদর্শ মনে করা হয়েছে।
বাংলাদেশিদের গড় মতামত অনুযায়ী, বিয়ের আদর্শ বয়স ২১.২ বছর। বাংলাদেশের তিন-চতুর্থাংশের বেশি মানুষ মনে করেন, ২৫ বছরের আগেই বিয়ে করা উচিত।
বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশ ও ভারতের জনগণ বিয়ের জন্য অপেক্ষাকৃত কম বয়সকে উপযুক্ত মনে করেন। অন্যদিকে, আর্জেন্টিনা, চিলি, কলম্বিয়া, পেরু, দক্ষিণ আফ্রিকা ও তিউনিসিয়ার ১০ শতাংশ বা তার বেশি মানুষ মনে করেন, বিয়ের উপযুক্ত বয়স ৩৫ বছর বা তারও বেশি।
জরিপ অনুযায়ী, বাংলাদেশে প্রথম সন্তানের জন্মের আদর্শ গড় বয়স ২৩.৫ বছর। বাংলাদেশ, ভারত, কেনিয়া ও দক্ষিণ আফ্রিকার এক-তৃতীয়াংশের বেশি মানুষ মনে করেন, ২৫ বছরের আগেই সন্তান নেওয়া উচিত। অপরদিকে, আর্জেন্টিনা, চিলি, পেরু, থাইল্যান্ড ও তিউনিসিয়ার এক-তৃতীয়াংশ মানুষ মনে করেন, ৩০ বছর বা তার পরেই বাবা-মা হওয়া ভালো।
যদিও জরিপে গড়ে ২৬.১ বছরকে প্রথম সন্তানের জন্য উপযুক্ত বয়স বলা হয়েছে, জাতিসংঘের তথ্য অনুযায়ী বাস্তবে নারীরা সাধারণত তার চেয়ে কিছুটা দেরিতেই প্রথম সন্তান জন্ম দেন। বেশির ভাগ দেশেই নারীরা গড়ে ২৮ বছর বা তার বেশি বয়সে প্রথমবার মা হন।
এই জরিপে ১৮টি দেশের প্রাপ্তবয়স্কদের মতামত নেওয়া হয়, যার মধ্যে রয়েছে বাংলাদেশ, ভারত, ব্রাজিল, কেনিয়া, দক্ষিণ আফ্রিকা, তিউনিসিয়া, আর্জেন্টিনা, চিলি, থাইল্যান্ডসহ মধ্যম আয়ের দেশগুলো।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?