সৌদি আরব বাংলাদেশিদের জন্য ওমরাহ্ ভিসার সংখ্যা কমিয়ে দিয়েছে। চলতি মাস থেকে কোটা পদ্ধতি চালু করেছে দেশটির সরকার, যার ফলে শুধু ১০% আবেদনকারীই ভিসা পাচ্ছেন।
কোনো কারণ না জানিয়েই ৫ মার্চ থেকে এই বিধিনিষেধ কার্যকর করা হয়েছে। আগে ১০০টি ভিসার আবেদনের বিপরীতে ১০০টিই পাওয়া যেত, কিন্তু এখন শুধু ৮-১০টি দেওয়া হচ্ছে। ঢাকার সৌদি দূতাবাসের মাধ্যমে এ সিদ্ধান্ত কার্যকর হচ্ছে।
এই তথ্য নিশ্চিত করেছেন হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সাবেক নির্বাহী সদস্য ও আল নাফি ট্রাভেলসের মালিক মো. নাজিম উদ্দিন। সৌদি সরকারের নির্দেশনা অনুসারে ২০২৫ সালের হজে অংশ নিতে চাইলে অন্তত ১৫ বছর বয়স হতে হবে।শিশুদের সুস্থতা ও নিরাপত্তার কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমেই এই নিয়ম কার্যকর হবে। ধর্ম মন্ত্রণালয়ের উপসচিব মামুন আল ফারুক জানিয়েছেন, সৌদি সরকারের সিদ্ধান্ত মেনেই বাংলাদেশকে এই নিয়ম মানতে হচ্ছে।
এই পরিবর্তন হজ ও ওমরাহ্ ভ্রমণকারীদের পরিকল্পনায় প্রভাব ফেলতে পারে। তবে সৌদি সরকার আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেয়নি।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?