বাংলাদেশসহ ১৪টি দেশের নাগরিকদের মাল্টিপল ভিজিট ভিসা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে সৌদি আরব। এখন থেকে এসব দেশের নাগরিকরা সর্বোচ্চ ৩০ দিনের একক প্রবেশ (সিঙ্গেল এন্ট্রি) ভিসা পাবেন।
ভিসা পরিবর্তনের নতুন নিয়ম: এখন থেকে সৌদি আরব পর্যটন, ব্যবসা ও পারিবারিক সফরের জন্য সিঙ্গেল এন্ট্রি ভিসা ইস্যু করবে। এক্ষেত্রে সর্বোচ্চ ৩০ দিনের জন্য ভিসা দেওয়া হবে। হজ, ওমরাহ, কূটনৈতিক ও রেসিডেন্সি ভিসার নিয়ম অপরিবর্তিত থাকছে।গত এক বছরে ইস্যু হওয়া মাল্টিপল এন্ট্রি ভিসাও অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে।
কেন এই সিদ্ধান্ত?
সৌদি সরকার আনুষ্ঠানিকভাবে কোনো কারণ উল্লেখ না করলেও ধারণা করা হচ্ছে— হজ মৌসুমে অননুমোদিত হজযাত্রীদের সংখ্যা নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ঝুঁকি কমাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত বছরের বিশৃঙ্খলা এড়াতেই সৌদি সরকার বিশেষ ব্যবস্থা নিয়েছে।হজের কার্যক্রম শেষ হলে এই সিদ্ধান্ত পরিবর্তন হতে পারে।
তালিকায় বাংলাদেশ ছাড়া অন্য দেশগুলো
হলো- আলজেরিয়া, মিসর, ইথিওপিয়া, ভারত, ইন্দোনেশিয়া, ইরাক, জর্ডান, মরক্কো, নাইজেরিয়া, পাকিস্তান, সুদান, তিউনিসিয়া ও ইয়েমেন। এই
নিষেধাজ্ঞার কারণে সৌদি আরবে ভ্রমণ,
ব্যবসা ও পরিবারিক সফরের
ক্ষেত্রে বাংলাদেশসহ সংশ্লিষ্ট দেশের নাগরিকদের সাময়িক অসুবিধার সম্মুখীন হতে হবে।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?