রাজধানীর বনানীতে একটি সিমেন্টবাহী লরির চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার সকাল সাড়ে ৯টার দিকে কাকলি এলিভেটেড এক্সপ্রেসওয়ের র্যাম্পের কাছে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন আশফাক রহমান ও আসিফ মাহমুদ। তারা ঘটনাস্থলেই প্রাণ হারান।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ার বলেন, “উত্তরাগামী একটি সিমেন্টবাহী লরি বনানীর কাকলি এলিভেটেড এক্সপ্রেসওয়ের র্যাম্পের কাছে একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেলে থাকা দুই আরোহী ঘটনাস্থলেই মারা যান। নিহতদের পরিচয় শনাক্ত করা গেছে এবং পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।” দুর্ঘটনার পর ঘাতক লরির হেলপার রবিউল ইসলামকে আটক করেছে পুলিশ। চালক পলাতক রয়েছেন।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ডিউটি অফিসার লিমা খাতুন জানান, “দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিসের একটি দল। তারা দুজনের মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।”
এ ঘটনায় এলাকায় কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতদের পরিবার ও সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে বনানী থানা পুলিশ।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?