clock ,

ফল আমদানিতে উৎসে কর কমলো

ফল আমদানিতে উৎসে কর কমলো

আপেল, আঙুর, নাশপাতি, কমলা, মাল্টাসহ বিভিন্ন তাজা ফল আমদানিতে উৎসে কর (অগ্রিম আয়কর) হ্রাস করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে শতাংশ অগ্রিম কর দিতে হবে, যেখানে আগে ছিল ১০ শতাংশ।  বৃহষ্পতিবার (১৩ মার্চ) এনবিআর সংক্রান্ত একটি আদেশ জারি করে, যা অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

যে ফলগুলোতে কর কমানো হয়েছে সেগুলো হলো: তাজা বা শুকনা কমলালেবু, আঙুর, আপেল, নাশপাতি লেবুজাতীয় ফল। এর আগে, গত জানুয়ারি আমদানি করা ফলের ওপর সম্পূরক শুল্ক ২০ থেকে বাড়িয়ে ৩০ শতাংশ করা হয়। এতে বিদেশি ফলের দাম বেড়ে যায়।

বর্তমানে ফল আমদানিতে ২৫ শতাংশ আমদানি শুল্ক, ২০ শতাংশ নিয়ন্ত্রণমূলক শুল্ক, ৩০ শতাংশ সম্পূরক শুল্ক, শতাংশ অগ্রিম কর, ১৫ শতাংশ ভ্যাট এবং শতাংশ আগাম কর রয়েছে। সব মিলিয়ে আমদানির ওপর করভার ছিল ১৩৬ শতাংশ। অর্থাৎ, ১০০ টাকার ফল আমদানি করলে ১৩৬ টাকা কর দিতে হতো।

অগ্রিম কর কমানোয় এখন আমদানিকারকদের ওপর চাপ কিছুটা কমবে।

 

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য