clock ,

পুতিন-উইটকফ বৈঠকের প্রাক্কালে মস্কোর কাছে গাড়ি বিস্ফোরণে রুশ জেনারেল নিহত

পুতিন-উইটকফ বৈঠকের প্রাক্কালে মস্কোর কাছে গাড়ি বিস্ফোরণে রুশ জেনারেল নিহত

রাশিয়ার রাজধানী মস্কোর উপকণ্ঠ বালাশিখায় গাড়ি বোমা বিস্ফোরণে দেশটির এক উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন। শুক্রবার (২৫ এপ্রিল) সকালের এই ঘটনায় নিহত হন রাশিয়ার সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের মেইন অপারেশনস ডিরেক্টরেট-এর উপপ্রধান জেনারেল ইয়ারোস্লাভ মোসকালিক।

রাশিয়ার ইনভেস্টিগেটিভ কমিটি এক বিবৃতিতে জানিয়েছে, বালাশিখা শহরে ফক্সভাগেন গল্ফ মডেলের একটি ব্যক্তিগত গাড়িতে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) স্থাপন করে এই হামলা চালানো হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন জেনারেল মোসকালিক।

বালাশিখা মস্কো শহরের কেন্দ্র থেকে মাত্র ২০ মাইল পূর্বে অবস্থিত। হামলা এমন এক সময়ে ঘটলো, যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ রাশিয়া সফরে রয়েছেন এবং একইদিন বিকেলে ক্রেমলিনে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এর সঙ্গে তার গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।

রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস জানায়, উইটকফের সফর চলতি মাসেই দ্বিতীয় এবং ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের প্রেসিডেন্সির পর চতুর্থ সফর। এদিন তিনি পুতিন ছাড়াও রাশিয়ার শীর্ষ আলোচক কিরিল দিমিত্রিভ এর সঙ্গে বৈঠক করেন।

রাশিয়ার ইনভেস্টিগেটিভ কমিটি বিস্ফোরণের ঘটনায় ফৌজদারি তদন্ত শুরু করেছে। কমিটির বিবৃতিতে বলা হয়, “ঘটনাস্থল ইতোমধ্যে পরিদর্শন করছেন ফরেনসিক বিশেষজ্ঞ আইন প্রয়োগকারী সংস্থার একটি যৌথ দল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, একটি শক্তিশালী ঘরে তৈরি বিস্ফোরক যন্ত্রের মাধ্যমে এই হামলা চালানো হয়।

এই বিস্ফোরণ এমন এক সময়ে ঘটল, যখন মাত্র দুই দিন আগেই মস্কোর একটি বাণিজ্যিক এলাকার ভূগর্ভস্থ গাড়ি পার্কে বিস্ফোরণ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরপর দুটি বিস্ফোরণ রাজধানীর আশপাশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি করেছে।

বিশ্লেষকরা বলছেন, মার্কিন দূতের সফর এবং একইসঙ্গে গুরুত্বপূর্ণ সামরিক কর্মকর্তার হত্যাকাণ্ড দুই দেশের পারস্পরিক সম্পর্কের সাম্প্রতিক উত্তেজনার মাঝে নতুন মাত্রা যোগ করতে পারে। যদিও এখন পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি, তবে পূর্ব ইউরোপ এবং ইউক্রেন-সংশ্লিষ্ট বিভিন্ন বিদ্রোহী বা চরমপন্থী সংগঠনের সম্ভাব্য সম্পৃক্ততা নিয়ে গোপন সংস্থাগুলো কাজ শুরু করেছে।

ক্রেমলিন বা রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এখনও এই হত্যাকাণ্ড নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। তবে অভ্যন্তরীণভাবে প্রেসিডেন্ট পুতিন ঘটনা নিয়ে কঠোর অবস্থান নিতে পারেন বলে আভাস দিয়েছেন নিরাপত্তা বিশ্লেষকরা।
জেনারেল মোসকালিকের মতো উচ্চপদস্থ একজন সামরিক কর্মকর্তার রাজধানীর নিকটে এমনভাবে নিহত হওয়া কেবল একটি বিচ্ছিন্ন ঘটনা নয়এটি রাশিয়ার ভেতরে বা বাইরের সংঘাতমূলক পরিস্থিতিরই প্রতিফলন হতে পারে।
উল্লেখযোগ্যভাবে, এই সময় মার্কিন কূটনীতিকের উপস্থিতি এটিকে কেবল রাশিয়ার নিরাপত্তার প্রশ্ন নয়, আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্কের দৃষ্টিকোণ থেকেও গুরুত্বপূর্ণ করে তুলেছে।

 

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য