clock ,

নিহত এনওয়াইপিডি কর্মকর্তা দিদারুলের স্ত্রী পুত্রসন্তানের মা হয়েছেন

নিহত এনওয়াইপিডি কর্মকর্তা দিদারুলের স্ত্রী পুত্রসন্তানের মা হয়েছেন

নিউইয়র্কে সন্ত্রাসী হামলায় নিহত বাংলাদেশি অভিবাসী এনওয়াইপিডি কর্মকর্তা দিদারুল ইসলামের পরিবারে এসেছে নতুন আনন্দ। তার স্ত্রী গত রবিবার এক পুত্রসন্তানের জন্ম দিয়েছেন।

স্থানীয় গণমাধ্যম আইউইটনেস নিউজ জানিয়েছে, সন্তান জন্মের সময় হাসপাতালে উপস্থিত ছিলেন পরিবারের সদস্যরা। খবর পেয়ে নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামসও যোগাযোগ করেন। তিনি বলেন, “দিদারুলের পরিবার মহানগর নিউইয়র্ক পরিবারেরই অংশ। সিটি কর্তৃপক্ষ সবসময় তাদের পাশে থাকবে।”

এদিকে, নিউইয়র্ক পুলিশ কমিশনার জেসিকা টিশ এক্স-এ দেওয়া বার্তায় দিদারুলের পরিবারের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।

গত মাসের শেষ দিকে ম্যানহাটনের মিডটাউনে ৩৪৫ পার্ক অ্যাভিনিউর এক অফিস ভবনে বন্দুক হামলায় চারজন নিহত হন। নিহতদের একজন ছিলেন বাংলাদেশি দিদারুল ইসলাম। হামলার সময় তার স্ত্রী ছিলেন আট মাসের অন্তঃসত্ত্বা। এ দম্পতির আরও দুটি সন্তান রয়েছে।

বাংলাদেশে জন্ম নেওয়া দিদারুল এনওয়াইপিডির ৪৭তম প্রিসিঙ্কটে কর্মরত ছিলেন। তিনি সাড়ে তিন বছর ধরে এ বাহিনীতে দায়িত্ব পালন করছিলেন। চাকরিজীবনে প্রাণ হারানো প্রথম বাংলাদেশি কর্মকর্তা দিদারুলকে মরণোত্তর পদোন্নতি দিয়ে ‘ডিটেকটিভ’ করা হয়েছে।

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

সম্পর্কিত খবর

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য