মধ্যপ্রাচ্যের অদক্ষ শ্রমবাজারের ওপর নির্ভর না থেকে ইউরোপ, জাপান ও দক্ষিণ কোরিয়ার মতো দেশে দক্ষ কর্মী পাঠানোর দিকে জোর দিচ্ছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল জানিয়েছেন, গত এক বছরে শ্রমবাজার সম্প্রসারণে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।
বুধবার (২০ আগস্ট) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বহু বছর ধরে মধ্যপ্রাচ্য ও মালয়েশিয়ায় অদক্ষ শ্রমিক প্রেরণ করা হলেও সেখানে নানা প্রতারণা ও ঝুঁকির শিকার হয়েছেন প্রবাসীরা। এ পরিস্থিতি পরিবর্তনে সরকার দক্ষ কর্মী তৈরির উদ্যোগ নিয়েছে এবং ইউরোপ, জাপান, কোরিয়া ও অন্যান্য দেশে নতুন শ্রমবাজার খোঁজে চুক্তি করেছে।
তার ভাষায়, “ইতোমধ্যে ওমান, সার্বিয়া, ইতালি, স্পেন, অস্ট্রিয়া, মাল্টা, মরিশাস ও ইরাকে শ্রমিক পাঠানোর বিষয়ে সমঝোতা হয়েছে। দক্ষিণ কোরিয়ার একটি প্রদেশের সঙ্গেও সিজনাল কর্মী পাঠানোর চুক্তি হয়েছে।”
এছাড়া তিনি জানান, জুলাই অভ্যুত্থানের ঘটনায় সৌদি আরবে আটক প্রবাসীদের মধ্যে ১ হাজার ৮৭৬ জনকে মুক্ত করা হয়েছে। প্রবাসীদের আইনি সুরক্ষার জন্য সংযুক্ত আরব আমিরাতসহ কয়েকটি দেশে ল’ ফার্ম প্রতিষ্ঠা করা হয়েছে।
মালয়েশিয়ার বিষয়ে আসিফ নজরুল বলেন, “আগের সরকারের চুক্তি অনুযায়ী শ্রমিক পাঠানো অব্যাহত থাকবে। কেয়ারগিভারদের জন্য ছয় মাসের প্রশিক্ষণ ব্যবস্থা করে দক্ষ কর্মী পাঠানো হচ্ছে।”
রেমিট্যান্স প্রেরণ সহজীকরণে প্রবাসী কল্যাণ ব্যাংকের সুদের হার এক শতাংশ কমানো হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, “এক বছরে আইনি সংস্কারসহ প্রাতিষ্ঠানিক ভিত্তি তৈরি হয়েছে। ধারাবাহিকতা বজায় থাকলে প্রকৃত সংস্কার ও উন্নয়ন সম্ভব হবে।”
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?