বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, দেশে নির্বাচিত সরকার না থাকায় ফ্যাসিবাদ ফের মাথাচাড়া দিয়ে উঠছে। তিনি বলেন, "ফ্যাসিবাদী আওয়ামী লীগকে প্রতিহত করতে হলে এখন দেশের জন্য একটি নির্বাচিত সরকার অপরিহার্য।"
বৃহস্পতিবার মহান মে দিবস উপলক্ষে বরিশাল জেলা ও মহানগর শ্রমিক দলের উদ্যোগে নগরীর সদর রোডে মহাত্মা অশ্বিনী কুমার হলের সামনে এক শ্রমিক সমাবেশে তিনি এ কথা বলেন।
রিজভী আরও বলেন, “এই মুহূর্তে সবচেয়ে বড় কাজ হচ্ছে শেখ হাসিনার বিচার অনতিবিলম্বে শেষ করা। অন্যথায় দেশে পুনরায় ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে পারে।”
তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “কোনো খোঁড়া অজুহাত না দেখিয়ে অনতিবিলম্বে একটি গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে।”
সমাবেশে বিএনপি নেতা আরও দাবি করেন, দেশের শ্রমজীবী মানুষ আজ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত এবং আওয়ামী লীগ সরকারের অধীনে শ্রমিকদের দুরবস্থা আরও প্রকট হয়ে উঠেছে। তিনি সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে "ফ্যাসিবাদ প্রতিরোধে" আন্দোলনে শামিল হওয়ার আহ্বান জানান।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?