clock ,

নারী ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের জায়গা নিশ্চিত

নারী ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের জায়গা নিশ্চিত

ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বে পাকিস্তানের কাছে শেষ ম্যাচে হেরে কিছুটা অনিশ্চয়তায় পড়ে গিয়েছিল বাংলাদেশের বিশ্বকাপ স্বপ্ন। তবে ভাগ্য সহায় ছিল নিগার সুলতানা জ্যোতির দলের।

শনিবার লাহোরে অনুষ্ঠিত বাছাইপর্বের ম্যাচে উইকেটে হেরে মাঠ ছেড়েছিল বাংলাদেশ। এরপরই তাদের বিশ্বকাপে খেলার আশা নির্ভর করে ওয়েস্ট ইন্ডিজ-থাইল্যান্ড ম্যাচের ওপর।

ওই ম্যাচে আগে ব্যাট করে মাত্র ১৬৬ রানেই অলআউট হয়ে যায় থাইল্যান্ড। এমন পরিস্থিতিতে ক্যারিবীয়দের সামনে সমীকরণ ছিল জটিলমাত্র ১০. ওভারে লক্ষ্য টপকাতে হতো তাদের।

কিন্তু শেষ পর্যন্ত ১০. ওভারে জয় পেলেও নেট রান রেটে পিছিয়ে পড়ে বিশ্বকাপ থেকে ছিটকে যায় ওয়েস্ট ইন্ডিজ। তাদের নেট রান রেট ছিল ‍+.৬২৬, আর বাংলাদেশের ‍+.৬৩৯। এই ব্যবধানেই বিশ্বকাপ নিশ্চিত করল বাংলাদেশ নারী ক্রিকেট দল।

২০২৪ নারী ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ভারতের মাটিতে সেপ্টেম্বর-অক্টোবরে। স্বাগতিক ভারতসহ আগে থেকেই নিশ্চিত ছিল অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড শ্রীলঙ্কা। বাছাইপর্ব থেকে চূড়ান্ত দুই টিকিট পেয়েছে আয়োজক পাকিস্তান এবং বাংলাদেশ।

নিয়ে দ্বিতীয়বারের মতো ওয়ানডে বিশ্বকাপে খেলতে যাচ্ছে বাংলাদেশ নারী দল।

 

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

সম্পর্কিত খবর

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য