clock ,

নারীর নিরাপত্তা ও সাইবার সুরক্ষার দাবিতে এনসিপির বিক্ষোভ সমাবেশ

নারীর নিরাপত্তা ও সাইবার সুরক্ষার দাবিতে এনসিপির বিক্ষোভ সমাবেশ

দেশজুড়ে সম্প্রতি নারীদের প্রতি সংঘটিত সহিংসতা, নিপীড়ন সাইবার হয়রানির ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শনিবার ( মার্চ) বিকেল ৪টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। এনসিপির যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহীনের স্বাক্ষর করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশজুড়ে সম্প্রতি নারীদের প্রতি সংঘটিত সহিংসতা, নিপীড়ন সাইবার হয়রানির ঘটনায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন। আন্তর্জাতিক নারী দিবস ২০২৫-, এনসিপি জনপরিসরে নারীর নিরাপত্তা সাইবার সুরক্ষার দাবিতে বিক্ষোভ সমাবেশের আয়োজন করছে। বিকেল ৪টায় শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।সমাবেশে উপস্থিত থাকবেন: এনসিটির সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক সারজিস আলম, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন আরিফুল ইসলাম আদীব এবং জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা নাহিদা সারওয়ার চৌধুরী নিভা।

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য