clock ,

দ্রুত নির্বাচন আয়োজনের ঘোষণা দিলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

দ্রুত নির্বাচন আয়োজনের ঘোষণা দিলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে বক্তব্য রাখতে গিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, বাংলাদেশে যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজন করা হবে। এটি এ বছরের ডিসেম্বরেও হতে পারে। বেকি অ্যান্ডারসনের প্রশ্নের জবাবে ড. ইউনূস বলেন, আমরা ১৫টি বিভিন্ন খাতের জন্য সংস্কার গঠন করেছি। আইন-শৃঙ্খলা, পুলিশ, সংবিধান, নির্বাচনসহ অন্যান্য সংস্কার কমিশনগুলো প্রতিবেদন তৈরি করেছে। তারা বিভিন্ন ধরনের সুপারিশ করছে। এখনো আমরা যেটা করব সেটা হলো ঐকমত্য গঠন। আমরা এজন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসছি। যেসব সুপারিশের বিষয়ে সবাই একমত পোষণ করবে, সেগুলো নিয়ে আমরা একটা 'সনদ' তৈরি করব। আমরা সেগুলো বাস্তবায়ন করে নির্বাচন দেবো। যত দ্রুত সম্ভব আমরা নির্বাচন দেবো। এটা এ বছরের ডিসেম্বরেও হতে পারে। বাংলাদেশের অর্থনীতি, সমাজ ও প্রশাসন ভেঙে পড়েছিল, যা সরকার পুনর্গঠনের চেষ্টা করছে। ব্যাংকিং ব্যবস্থার ধসের কারণে ১৬ বিলিয়ন ডলার পাচার হয়েছে। রিজার্ভ তলানিতে পৌঁছেছে, তাই অর্থনৈতিক স্থিতিশীলতা ফেরানো হচ্ছে। আইন-শৃঙ্খলা ও প্রশাসনিক ব্যবস্থার সংস্কার চলছে।

 

প্রধান উপদেষ্টা আরো বলেন, নির্বাচনের পর নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করব। আমি যে কাজে ছিলাম, সেখানেই ফিরে যাবো।

 

 

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য