সৌদি আরব ও মালয়েশিয়াগামী কর্মীদের জন্য বিমানের টিকিটমূল্য কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উদ্যোগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এ বিশেষ মূল্যহ্রাস কার্যকর করেছে।
বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাথমিকভাবে আগামী ৩০ জুন ২০২৫ পর্যন্ত এই বিশেষ মূল্যহ্রাস প্রযোজ্য হবে।
সৌদি আরবের রুট:
জেদ্দা: ৪৮০ ডলারের পরিবর্তে ৩৬০ ডলার (কর ব্যতীত)
রিয়াদ: ৪০০ ডলারের পরিবর্তে ৩৬০ ডলার (কর ব্যতীত)
মদিনা: ৪৩০ ডলারের পরিবর্তে ৩৬০ ডলার (কর ব্যতীত)
দাম্মাম: ৪০০ ডলারের পরিবর্তে ৩৬০ ডলার (কর ব্যতীত)
মালয়েশিয়ার রুট:
কুয়ালালামপুর: ১৭৫-১৮০ ডলারের পরিবর্তে ১৫০ ডলার (কর ব্যতীত)
এই বিশেষ হ্রাসকৃত টিকিট মূল্য শুধুমাত্র বিএমইটি (BMET) কার্ডধারী কর্মীদের জন্য প্রযোজ্য হবে।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?