ভারতের মণিপুর রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হওয়ার পরপরই নতুন করে সহিংসতার ঘটনা ঘটেছে। রাজ্যের ইম্ফল পশ্চিম জেলার লামফেল এলাকায় সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) এক সেনা সদস্য সহকর্মীদের ওপর গুলি চালিয়ে দুইজনকে হত্যা করেন। এতে আরও আটজন আহত হয়েছেন। এরপর ওই সেনা সদস্য নিজেও আত্মহত্যা করেন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, বৃহস্পতিবার রাত ৮টার দিকে লামসাং এলাকায় সিআরপিএফ-এর ১২০তম ব্যাটালিয়নের ক্যাম্পে এ ঘটনা ঘটে। পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, "একটি দুর্ভাগ্যজনক ঘটনায়, আজ রাত আনুমানিক ৮ টায় ইম্ফল পশ্চিম জেলার লামসাং এলাকায় এক সিআরপিএফ জওয়ান তার দুই সহকর্মীকে গুলি করে হত্যা করেছেন। এতে আটজন আহত হন। পরে তিনি নিজেও আত্মহত্যা করেন। পুলিশ ও সিআরপিএফ-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে গেছেন।"
আহতদের চিকিৎসার জন্য ইম্ফলের রিজিওনাল ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (আরআইএমএস) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ ও সিআরপিএফ। এখনো পর্যন্ত হামলার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। এর আগে, মণিপুরে চলমান অস্থিরতার কারণে মুখ্যমন্ত্রী বীরেন সিং পদত্যাগ করেন। তার পদত্যাগের চার দিনের মাথায়, বৃহস্পতিবার রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করা হয়।
মণিপুরে গত দেড় বছরেরও বেশি সময় ধরে মেইতেই ও কুকি-জো সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ চলছে। এই অশান্তির মধ্যেই সেনাবাহিনীর অভ্যন্তরে এই সহিংসতা নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?