ইসরায়েল সফরে গিয়ে আটক হয়েছেন যুক্তরাজ্যের পার্লামেন্টের দুই সদস্য। ব্রিটিশ পার্লামেন্টের একটি প্রতিনিধিদলের অংশ হিসেবে তারা ইসরায়েল সফরে যান। তবে ইসরায়েলি কর্তৃপক্ষ তাদের কোনো কার্যক্রমে অংশ নিতে না দিয়ে আটক করে।
ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি শনিবার রাতে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেন। স্কাই নিউজ জানায়, আটক দুই এমপি হলেন ব্রিটিশ লেবার পার্টির সদস্য ইউয়ান ইয়াং ও আবতিসাম মোহামেদ। ইসরায়েলি অভিবাসন মন্ত্রণালয় দাবি করেছে, এই দুই এমপির ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর কার্যক্রম নথিভুক্ত করার এবং ইসরায়েলবিরোধী বক্তব্য ছড়ানোর পরিকল্পনা ছিল।
ইউয়ান ইয়াং আর্লি ও উডলি এলাকার এবং আবতিসাম মোহামেদ শেফিল্ড সেন্ট্রালের সংসদ সদস্য। তারা গতকাল লুটন থেকে ইসরায়েলে পৌঁছান।
ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ল্যামি বলেন, “আমি ইসরায়েল সরকারকে পরিষ্কারভাবে জানাতে চাই, যুক্তরাজ্যের নির্বাচিত প্রতিনিধিদের সঙ্গে এমন আচরণ গ্রহণযোগ্য নয়। আমরা ওই দুই সংসদ সদস্যের সঙ্গে যোগাযোগ করেছি এবং প্রয়োজনীয় সহায়তা দিচ্ছি।”
তিনি আরও বলেন, “যুক্তরাজ্য সরকারের অগ্রাধিকার এখন গাজায় রক্তপাত বন্ধ করা, জিম্মিদের মুক্ত করা এবং একটি টেকসই যুদ্ধবিরতির মাধ্যমে শান্তিপূর্ণ আলোচনায় ফিরে যাওয়া নিশ্চিত করা।”
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?