বাংলাদেশের ক্রীড়াঙ্গনে অবকাঠামোগত উন্নয়ন ও ক্রীড়া বিকেন্দ্রীকরণকে কেন্দ্র করে দেশের আট বিভাগে আধুনিক স্পোর্টস হাব নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এই প্রকল্পে সহায়তা করবে সংযুক্ত আরব আমিরাত। রবিবার (৬ এপ্রিল) ‘জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস’ উপলক্ষে ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এক অনুষ্ঠানে এ তথ্য জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। অনুষ্ঠানে সুবিধাবঞ্চিত শিশুদের অংশগ্রহণে এক প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। ম্যাচ শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে ক্রীড়া উপদেষ্টা এই ঘোষণাটি দেন।
তিনি বলেন, “প্রথমে আমাদের পরিকল্পনা ছিল একটি কেন্দ্রীয় আধুনিক স্পোর্টস ভিলেজ নির্মাণের। তবে দেশের ক্রীড়া ব্যবস্থার বিকেন্দ্রীকরণের কথা বিবেচনা করে এবার প্রতিটি বিভাগে আলাদা স্পোর্টস হাব তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” তিনি আরও জানান, প্রাথমিকভাবে এই প্রকল্প নিয়ে চীনের সঙ্গে আলোচনা হয়েছিল। তবে শেষ পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে সহযোগিতার বিষয়টি চূড়ান্ত হয়েছে।
আসিফ মাহমুদ বলেন,“প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সম্প্রতি সংযুক্ত আরব আমিরাত সফরে গিয়ে এই প্রকল্পের বিষয়টি উত্থাপন করেন। তখন থেকেই দেশটি এই উদ্যোগে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছে। আমরা এই সহায়তাকে কাজে লাগিয়ে দেশের প্রত্যেক বিভাগে আন্তর্জাতিক মানের স্পোর্টস অবকাঠামো তৈরি করতে চাই।”
প্রতিটি বিভাগে নির্মিতব্য স্পোর্টস হাবগুলোতে আধুনিক খেলাধুলার সুযোগ-সুবিধা থাকবে, যেমন—আন্তর্জাতিক মানের স্টেডিয়াম, প্রশিক্ষণ কেন্দ্র, অ্যাথলেটদের আবাসন, সুইমিং কমপ্লেক্স, ইনডোর গেমসের জন্য পৃথক সুবিধা ও ক্রীড়া-বিষয়ক গবেষণাকেন্দ্র।
এই প্রকল্প বাস্তবায়িত হলে শুধু জাতীয় পর্যায়ের প্রতিভা গড়ে তোলাই নয়, আন্তর্জাতিক পর্যায়েও বাংলাদেশের প্রতিনিধিত্বকারী অ্যাথলেট তৈরি করা সহজ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?