দিল্লি ও আগরতলার পর এবার কলকাতাতে অবস্থিত বাংলাদেশের উপ-হাইকমিশনেও ভিসা কার্যক্রম সীমিত করা হয়েছে। ব্যবসায়িক ও কর্মসংস্থান (ওয়ার্ক) ভিসা ছাড়া ভারতীয় নাগরিকদের জন্য পর্যটকসহ অন্যান্য সব ধরনের ভিসা সেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
বুধবার (৭ জানুয়ারি) থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে বলে কলকাতার একটি নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে। সূত্র জানায়, আজ থেকে উপ-হাইকমিশনে কনস্যুলার সেবাও সীমিত করা হয়েছে।
কলকাতা উপ-হাইকমিশনের এক কর্মকর্তা জানান, ব্যবসায়িক ও ওয়ার্ক ভিসা ব্যতীত সব ধরনের ভিসা সেবা বন্ধ রাখা হয়েছে। নিরাপত্তাজনিত বিবেচনায় অন্তর্বর্তী সরকার এ সিদ্ধান্ত নিয়েছে বলেও সূত্রে উল্লেখ করা হয়েছে।
এর আগে গত ২২ ডিসেম্বর নয়াদিল্লি তে বাংলাদেশের হাইকমিশন, ত্রিপুরার আগরতলায় সহকারী হাইকমিশন এবং শিলিগুড়ির ভিসা সেন্টার থেকেও ভিসা প্রদান ও কনস্যুলার সেবা সাময়িকভাবে স্থগিত করা হয়। সেই সিদ্ধান্ত এখনো বহাল রয়েছে।
সংশ্লিষ্টদের মতে, সাম্প্রতিক পরিস্থিতিতে বাংলাদেশে অবস্থানরত ভারতীয় নাগরিকদের নিরাপত্তা বিবেচনায় রেখেই ভিসা ও কনস্যুলার সেবা সীমিত করার এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?