clock ,

তিন দিনের সফরে আজ উত্তরাঞ্চলে তারেক রহমান

তিন দিনের সফরে আজ উত্তরাঞ্চলে তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তিন দিনের সফরে আজ বৃহস্পতিবার উত্তরাঞ্চলের উদ্দেশে রওনা হচ্ছেন। সফরের প্রথম দিন আজ দুপুর ২টায় তিনি রাজশাহীর মাদ্রাসা মাঠে এক নির্বাচনী সমাবেশে বক্তব্য দেবেন। দীর্ঘ ২১ বছর পর রাজশাহীতে তাঁর সফর ঘিরে দলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। সর্বশেষ ২০০৪ সালে তিনি রাজশাহীতে গিয়েছিলেন, তখন তিনি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ছিলেন।

রাজশাহীর জনসভা শেষে তারেক রহমান নওগাঁয় যাবেন। সেখান থেকে সড়কপথে বগুড়ায় গিয়ে সন্ধ্যায় শহরের আলতাফুন্নেসা খেলার মাঠে আয়োজিত জনসভায় অংশ নেবেন। তাঁকে একনজর দেখার জন্য বগুড়ার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

বুধবার জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, সফরকালে তারেক রহমান বগুড়া- (সদর) আসনের সব ইউনিয়ন পৌরসভা এলাকা এবং বগুড়া- আসনে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে গণসংযোগ করবেন।

সফরের দ্বিতীয় দিন আগামীকাল শুক্রবার তারেক রহমান রংপুরে জুলাই অভ্যুত্থানে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন। বিকেলে পীরগঞ্জে কবর জিয়ারত শেষে সাড়ে ৪টায় রংপুর নগরীর কালেক্টরেট ঈদগাহ মাঠে এক নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন তিনি। সফরকে ঘিরে রংপুর জেলা মহানগর বিএনপির পক্ষ থেকে প্রস্তুতিমূলক সভা সম্পন্ন হয়েছে। জনসভা শেষে সন্ধ্যায় তিনি বগুড়ার উদ্দেশে রওনা হয়ে সেখানে রাতযাপন করবেন।

সফরের শেষ দিন শনিবার তারেক রহমান সিরাজগঞ্জে দুটি নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন। দুপুর ২টায় বিসিক শিল্প পার্কে এবং বিকেল ৪টায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দরুন চরজানা বাইপাস এলাকায় আয়োজিত সমাবেশে অংশ নেবেন। পরে তিনি ঢাকার উদ্দেশে রওনা হবেন।

 

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য