clock ,

স্ত্রী-সন্তানের মৃত্যুর পাঁচ দিন পর কারাগার থেকে মুক্ত সাদ্দাম

স্ত্রী-সন্তানের মৃত্যুর পাঁচ দিন পর কারাগার থেকে মুক্ত সাদ্দাম

বাগেরহাটে স্ত্রী সন্তানের মৃত্যুর পাঁচ দিন পর কারাগার থেকে মুক্তি পেয়েছেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা জুয়েল হাসান সাদ্দাম। বুধবার দুপুরে যশোর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি। মুক্তির পর রাতেই নিজ বাড়িতে পৌঁছে স্ত্রী সন্তানের কবর জিয়ারত করেন সাদ্দাম। কবর জিয়ারতের সময় শ্বশুর রুহুল আমিন হাওলাদার, শ্যালক শাহনেওয়াজ আমিন শুভসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন। স্ত্রী-সন্তানের কবরের মাটি ছুঁয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। তাদের রুহের মাগফেরাত কামনায় নিজেই মোনাজাত করেন।

সময় সাদ্দাম বলেন, তিনি একজন হতভাগা স্বামী বাবা। সন্তানকে কোলে নেওয়ার সুযোগও পাননি তিনি। স্ত্রী সন্তানের মৃত্যুর সুষ্ঠু তদন্ত দাবি করে তিনি বলেন, ‘আমার স্ত্রী যদি হত্যার শিকার হয়ে থাকে, তাহলে এর বিচার চাই।

পরে শ্বশুরবাড়িতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সাদ্দাম। তিনি অভিযোগ করেন, বারবার জামিন চেয়েও পাননি। বলেন, ‘আমি আমার ছেলেকে কোলে নিতে পারিনি। স্ত্রী-সন্তানের লাশের বিনিময়ে আমাকে জামিন দেওয়া হলো।তিনি আরও দাবি করেন, স্ত্রী সন্তানকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

সাদ্দাম বাগেরহাট সদর উপজেলার সাবেকডাঙ্গা এলাকার একরাম হাওলাদার দেলোয়ারা একরামের ছেলে। তিনি বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি ছিলেন। গত সোমবার হাইকোর্ট তাকে ছয় মাসের জামিন দেন।

গত ২৩ জানুয়ারি দুপুরে সাবেকডাঙ্গা গ্রামে সাদ্দামের বাড়ি থেকে তার স্ত্রী কানিজ সুবর্ণা ওরফে স্বর্ণালী (২২) এবং মাসের ছেলে সেজাদ হাসান নাজিফের মরদেহ উদ্ধার করা হয়। পরদিন ময়নাতদন্ত শেষে মা ছেলের মরদেহ যশোর কেন্দ্রীয় কারাগারে নেওয়া হলে সেখানে শেষবারের মতো তাদের দেখতে পান সাদ্দাম। পরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়। স্ত্রী-সন্তানের মৃত্যুর পরও প্যারোলে মুক্তি না দেওয়ায় দেশজুড়ে সমালোচনার সৃষ্টি হয়।

এদিকে সাদ্দামের মুক্তিকে ঘিরে যশোর কারা কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত কারাফটকে অপেক্ষা করলেও গণমাধ্যমকর্মীদের মুক্তির বিষয়ে কোনো স্পষ্ট তথ্য দেওয়া হয়নি। একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কারা কর্তৃপক্ষ সাড়া দেয়নি।

সাদ্দামের ভাই শহিদুল ইসলাম বলেন, সন্ধ্যায় বাড়ি ফিরে কবর জিয়ারত করে কান্নায় ভেঙে পড়েন তার ভাই।
জেলা প্রশাসনের সহকারী কমিশনার আসিফ উদ্দীন জানান, সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বুধবার দুপুরেই সাদ্দামকে মুক্তি দেওয়া হয়েছে।

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য