প্রবাসে নিভে গেল একটি জীবনের আলো। গত ২৬ জানুয়ারি রাত আনুমানিক ১২টার দিকে মালয়েশিয়ার ক্লাং সেন্ট্রাল এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। এর আগেও একবার একই ধরনের পরিস্থিতির মুখে পড়েছিলেন তিনি। সে সময় দ্রুত চিকিৎসা পাওয়ায় প্রাণে বেঁচে ফিরেছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি আলাদা একটি কক্ষ ভাড়া নিয়ে প্রায় এক বছর ধরে একাই বসবাস করছিলেন। আগের ঘটনার পর পাশের বাসার কয়েকজন তাকে নিয়মিত খোঁজখবর নেওয়ার অনুরোধও করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত নিয়তি তাকে আর ফিরতে দিল না।
খোঁজ নিয়ে জানা গেছে, তার বাড়ি টাঙ্গাইল জেলায়। তিনি বৈধ কোনো কাগজপত্র ছাড়া অবস্থান করায় প্রক্রিয়াগত কারণে পরবর্তী কার্যক্রমে কিছুটা সময় লাগতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। তবে ইতোমধ্যে তার পরিবারের সঙ্গে যোগাযোগ স্থাপন করা হয়েছে।
প্রবাসে জীবন-জীবিকার সংগ্রামে যুক্ত থাকা এই রেমিট্যান্স যোদ্ধার এমন করুণ বিদায় আবারও মনে করিয়ে দেয়প্রবাসীদের মানসিক, শারীরিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা কতটা জরুরি।
তথ্যসূত্র: ফেসবুক
https://www.facebook.com/groups/mpbhelpline/permalink/1286117826681837/?mibextid=wwXIfr&rdid=ln9ajJs1FjZG7tCZ#
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?