Donald Trump ও Vladimir Putin এর মধ্যে চলমান ভূরাজনৈতিক টানাপোড়েনের প্রভাব এবার সরাসরি এসে পড়ল তিন ভারতীয় নাবিকের ওপর। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা অমান্য করে ভেনেজুয়েলা থেকে তেল পরিবহনের অভিযোগে রুশ পতাকাবাহী তেল ট্যাঙ্কার মেরিনেরা আটক করার পর জাহাজে থাকা ওই তিন ভারতীয় নাগরিক এখন আইনি অনিশ্চয়তায় পড়েছেন।
রুশ রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আরটি–র তথ্য অনুযায়ী, উত্তর আটলান্টিক মহাসাগরে এক নাটকীয় অভিযানে মার্কিন বাহিনী জাহাজটি জব্দ করে। জাহাজটিতে মোট ২৮ জন ক্রু ছিলেন—এর মধ্যে ১৭ জন ইউক্রেনের, ছয়জন জর্জিয়ার, তিনজন ভারতের এবং দুজন রাশিয়ার নাগরিক। প্রাথমিকভাবে ট্যাঙ্কারটি ক্যারিবীয় দেশ গায়ানার পতাকাবাহী ছিল এবং একটি বেসরকারি প্রতিষ্ঠানের ভাড়ায় চলছিল বলেও জানায় আরটি।
মার্কিন কর্তৃপক্ষের দাবি, মেরিনেরা ‘শ্যাডো ফ্লিট’-এর অংশ হিসেবে নিষেধাজ্ঞা এড়িয়ে তেল পরিবহন করছিল। অভিযানের সময় যুদ্ধজাহাজ ও হেলিকপ্টার থেকে কমান্ডো নামিয়ে জাহাজটির নিয়ন্ত্রণ নেয় যুক্তরাষ্ট্র। বর্তমানে জাহাজটি মার্কিন হেফাজতে রয়েছে, যদিও এটি যুক্তরাষ্ট্রে নেওয়া হয়েছে নাকি অন্য কোনো বন্দরে—তা এখনও স্পষ্ট নয়।
সবচেয়ে বড় উদ্বেগ এখন জাহাজে থাকা তিন ভারতীয় নাবিকের ভবিষ্যৎ নিয়ে। হোয়াইট হাউসের প্রেস সচিব Karoline Leavitt জানিয়েছেন, ক্রুদের এখনই মুক্তি দেওয়া হবে না এবং ফেডারেল আইন ভঙ্গের অভিযোগে তাদের যুক্তরাষ্ট্রে এনে বিচারের মুখোমুখি করা হতে পারে।
এ বিষয়ে এখনো ভারতের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি আসেনি। তবে কূটনৈতিক সূত্রগুলো বলছে, নয়াদিল্লির সাউথ ব্লক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। প্রয়োজনে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সঙ্গে যোগাযোগ করে ভারতীয় নাবিকদের আইনি সহায়তা নিশ্চিত করতে পারে ভারতীয় দূতাবাস—এমন সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?