প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, যদি চীন টিকটকের মালিকানা হস্তান্তরের চুক্তি অনুমোদন করে, তবে যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্কে তারা কিছুটা ছাড় পেতে পারে।
বৃহস্পতিবার এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় ট্রাম্প বলেন, “টিকটক একটি উদাহরণ, যা দেখায় কিভাবে আমরা শুল্ককে দর-কষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারি। চীন হয়তো বলবে, ‘আমরা চুক্তি অনুমোদন করব, তবে শুল্ক নিয়ে কিছু করতে হবে।’ আমরা চাইলে এই সুযোগে কিছু প্রতিদানও পেতে পারি।”
টিকটককে ৫ এপ্রিলের মধ্যে একটি অ-চীনা প্রতিষ্ঠানের কাছে বিক্রি করার জন্য চূড়ান্ত চুক্তি করতে বলা হয়েছে, নইলে যুক্তরাষ্ট্রে অ্যাপটি নিষিদ্ধ করা হবে বলে জানানো হয়েছে।
ট্রাম্প দাবি করেন, তার প্রশাসন চুক্তি চূড়ান্ত করার খুব কাছাকাছি রয়েছে এবং এতে বহু বিনিয়োগকারী আগ্রহ দেখিয়েছে।
উল্লেখ্য, যেদিন ট্রাম্প এই মন্তব্য করেন, সেদিনই তিনি যুক্তরাষ্ট্রে সব আমদানির ওপর ১০% হারে মৌলিক শুল্ক আরোপের ঘোষণা দেন। এছাড়া চীনের পণ্যের ওপর বর্তমানে ৫৪% পর্যন্ত শুল্ক রয়েছে।
এখনো পর্যন্ত টিকটকের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?