clock ,

  ব্রেকিং নিউজ
clock
টিউলিপকে লন্ডনে বিনামূল্যে ফ্ল্যাট দেন আ.লীগ-সংশ্লিষ্ট ব্যবসায়ী

টিউলিপকে লন্ডনে বিনামূল্যে ফ্ল্যাট দেন আ.লীগ-সংশ্লিষ্ট ব্যবসায়ী

বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে এবং যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতিবিষয়ক মন্ত্রী টিউলিপ সিদ্দিক বিনা মূল্যে একটি ফ্ল্যাট পেয়েছিলেন, যা যুক্তরাজ্যের ভূমি নিবন্ধনসংক্রান্ত নথিতে উঠে এসেছে। ফিন্যান্সিয়াল টাইমস তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে একটি প্রতিবেদন প্রকাশ করেছে।

২০০৪ সালে টিউলিপ সিদ্দিককে লন্ডনের কিংস ক্রস এলাকার কাছে অবস্থিত ফ্ল্যাটটি দিয়েছিলেন আবাসন ব্যবসায়ী আবদুল মোতালিফ। নথি অনুযায়ী, টিউলিপকে ফ্ল্যাটটির জন্য কোনো অর্থ পরিশোধ করতে হয়নি। ওই ফ্ল্যাটটি ২০০১ সালে লাখ ৯৫ হাজার পাউন্ডে কেনা হয়, যা বর্তমান বিনিময় হার অনুযায়ী প্রায় কোটি ৯৪ লাখ টাকা। তবে বর্তমানে একই ভবনের অন্য একটি ফ্ল্যাটের বিক্রয়মূল্য প্রায় কোটি ৮০ লাখ টাকা।

নথিপত্র অনুযায়ী, ২০০০-এর দশকের শুরুর দিকে টিউলিপ সিদ্দিক ওই ফ্ল্যাটে বসবাস করতেন। পরবর্তী সময়ে তার ভাই-বোনেরা সেখানে থাকতেন। পার্লামেন্ট সদস্য হিসেবে টিউলিপের দাখিল করা আর্থিক বিবরণীতে দুটি ফ্ল্যাট থেকে ভাড়া পাওয়ার তথ্য উল্লেখ রয়েছে।

ঘটনার সঙ্গে পরিচিত একজন ব্যক্তি ফিন্যান্সিয়াল টাইমসকে জানিয়েছেন, আবদুল মোতালিফের কঠিন সময়ে টিউলিপের মা-বাবা তাকে আর্থিক সহায়তা করেছিলেন। সেই কৃতজ্ঞতাস্বরূপ মোতালিফ ফ্ল্যাটটি টিউলিপকে দিয়েছিলেন।

ফ্ল্যাট কেনার কথা স্বীকার করলেও, এটি পরে কীভাবে হস্তান্তর করা হয়েছে সে বিষয়ে কিছু বলতে অস্বীকৃতি জানিয়েছেন আবদুল মোতালিফ। ৭০ বছর বয়সী মোতালিফ বর্তমানে দক্ষিণ-পূর্ব লন্ডনে বসবাস করেন। ভোটার নিবন্ধন নথি অনুযায়ী, তার ঠিকানায় মজিবুল ইসলাম নামে একজন ব্যক্তি থাকেন, যিনি একজন সাবেক বাংলাদেশি সংসদ সদস্যের সন্তান।

টিউলিপ সিদ্দিক বর্তমানে যুক্তরাজ্যের আর্থিক খাতের দুর্নীতি বন্ধের দায়িত্বে আছেন। বিনা মূল্যে ফ্ল্যাট প্রাপ্তির তথ্য নিয়ে আলোচনা শুরু হয়েছে, বিশেষত তিনি নিজেই যখন অর্থনৈতিক স্বচ্ছতা নিশ্চিত করার ভূমিকা পালন করছেন।

ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনটি টিউলিপ সিদ্দিক এবং তার পরিবারের আর্থিক লেনদেন নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য