clock ,

টাইমের ১০০ প্রভাবশালীর তালিকায় ড. মুহাম্মদ ইউনূস, প্রশংসা করলেন হিলারি ক্লিনটন

টাইমের ১০০ প্রভাবশালীর তালিকায় ড. মুহাম্মদ ইউনূস, প্রশংসা করলেন হিলারি ক্লিনটন

বিশ্বের অন্যতম প্রভাবশালী ব্যক্তি হিসেবে টাইম ম্যাগাজিনের ২০২৫ সালের১০০ মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পিপলতালিকায় স্থান পেয়েছেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা . মুহাম্মদ ইউনূস। তাঁকে রাখা হয়েছেলিডারসবিভাগে। তালিকাটি প্রকাশিত হয়েছে গত বুধবার।

. ইউনূস সম্পর্কে যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন তাঁর অভিব্যক্তি প্রকাশ করেছেন। তিনি ইউনূসের প্রশংসা করে লিখেছেনতাঁর কারণে মানুষের জীবন বদলেছে, সমাজে উন্নয়ন এসেছে, মানুষ আশা দেখার সুযোগ পেয়েছে। আমার সঙ্গে ইউনূসের প্রথম দেখা হয়েছিল আরকানসাসে, যখন বিল ক্লিনটন ছিলেন গভর্নর। তখন থেকেই আমরা তাঁর সঙ্গে যুক্তরাষ্ট্রে ক্ষুদ্রঋণ কর্মসূচি চালু করার পরিকল্পনা করি। আমি পরবর্তীতে বিশ্বের বিভিন্ন প্রান্তে গিয়ে দেখেছি, কীভাবে ইউনূসের কাজ বাস্তব অর্থে মানুষের জীবনকে ছুঁয়ে গেছে।

গত বছর বাংলাদেশে ছাত্রনেতৃত্বাধীন গণ-আন্দোলনে স্বৈরশাসক প্রধানমন্ত্রীর পতনের পর, . ইউনূস একটি অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব নেন এবং দেশকে গণতন্ত্রের পথে ফিরিয়ে আনার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

তাঁর নেতৃত্বে আগেই প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক মডেলের প্রসঙ্গ টেনে টাইম উল্লেখ করেছে, “ক্ষুদ্রঋণের মাধ্যমে ক্ষমতায়নই ছিল তাঁর দর্শন, যার সুফল পেয়েছে লাখো মানুষযাদের ৯৭ শতাংশ নারী।

অন্যান্য গুরুত্বপূর্ণ যারা তালিকায় স্থান পেয়েছেন ডোনাল্ড ট্রাম্পমার্কিন প্রেসিডেন্ট, জেডি ভ্যান্সমার্কিন ভাইস প্রেসিডেন্ট, ইলন মাস্কস্পেসএক্স প্রতিষ্ঠাতা ট্রাম্প প্রশাসনের সদস্য, কিয়ার স্টারমারব্রিটিশ প্রধানমন্ত্রী, ক্লদিয়া শেইনবামমেক্সিকোর প্রেসিডেন্ট, হাভিয়ের মিলেইআর্জেন্টিনার প্রেসিডেন্ট. আহমেদ আল-শারাসিরিয়ার প্রেসিডেন্ট

প্রভাবশালীদের ছয়টি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে লিডার, আইকন, ইনোভেটর, পায়োনিয়ার, টাইটান আর্টিস্ট।

উল্লেখযোগ্যভাবে, ২০২৪ সালের টাইম-১০০ নেক্সট তালিকায় বাংলাদেশের ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক নাহিদ ইসলাম স্থান পেয়েছিলেন।

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য