clock ,

ঝালকাঠিতে এক রশিতে ঝুলছিল মা-ছেলের মরদেহ

ঝালকাঠিতে এক রশিতে ঝুলছিল মা-ছেলের মরদেহ

ঝালকাঠির নলছিটি উপজেলার রায়াপুর গ্রামে একই রশিতে ঝুলন্ত অবস্থায় এক মা তার ছেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার ( এপ্রিল) সকালে নিজ বাড়ির পেছনে একটি রেইনট্রি গাছ থেকে তাদের ঝুলন্ত দেহ দেখতে পায় স্থানীয়রা। নিহতরা হলেনরুবি বেগম (৫৫) তার ছেলে আসাদ মাঝি (৩৫) রুবি বেগম ওই গ্রামের আবু হানিফ মাঝির স্ত্রী।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, “স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে প্রকৃত কারণ জানা যাবে।

ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, মা-ছেলে একসঙ্গেই থাকতেন এবং কিছুদিন ধরেই তারা মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন বলে জানা গেছে। বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

 

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য