চলতি বছরের জুনেই অ্যান্ড্রয়েডের নতুন সংস্করণ, অ্যান্ড্রয়েড ১৬ উন্মুক্ত করতে যাচ্ছে গুগল। গুগল আইও ২০২৫ সম্মেলনে এটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।
আগের সংস্করণগুলোর তুলনায় এবার অ্যান্ড্রয়েড ১৬ প্রায় চার মাস আগেই আসছে। ফলে স্মার্টফোন নির্মাতারা দ্রুততম সময়ে সর্বশেষ অপারেটিং সিস্টেম যুক্ত ফোন বাজারে আনতে পারবে, পাশাপাশি বর্তমান ব্যবহারকারীরাও দ্রুত আপডেট পাবেন।
গুগলের অ্যান্ড্রয়েড ইকোসিস্টেমের প্রেসিডেন্ট সমীর সামাত জানান, নির্ধারিত সময়েই অ্যান্ড্রয়েড ১৬ উন্মুক্তের পরিকল্পনা রয়েছে। যদিও কিছু বাগ ঠিক করার কাজ এখনো চলছে, তবে পুরো টিম আত্মবিশ্বাসী।
গুগলের নতুন "ট্রাংক স্টেবল ডেভেলপমেন্ট মডেল" অ্যান্ড্রয়েড ১৬-এর উন্নয়ন প্রক্রিয়াকে সহজ এবং দ্রুত করেছে।
সমীর সামাত বলেন, "নতুন মডেলের কারণে আলাদা ব্রাঞ্চে কাজ না করে সব ডেভেলপাররা একসঙ্গে প্রধান কোড ব্রাঞ্চে কাজ করতে পারছেন। ফলে বাগ ফিক্স ও উন্নয়ন আরও সহজ এবং দ্রুত হচ্ছে।"
গুগল জানিয়েছে, অ্যান্ড্রয়েড ১৬ উন্মুক্তের পর বছরের দ্বিতীয়ার্ধে ছোট পরিসরে একটি হালনাগাদও প্রকাশ করা হবে।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?