তহবিল সংকটের কারণে আগামী মাস থেকে বিশ্ব খাদ্য কর্মসূচির (WFP) সহায়তা থেকে বাদ পড়তে যাচ্ছেন মিয়ানমারের ১০ লাখেরও বেশি মানুষ, যার মধ্যে রয়েছে রোহিঙ্গা মুসলিম সম্প্রদায়সহ অন্যান্য বাস্তুচ্যুত জনগোষ্ঠী।
WFP-এর বিবৃতিতে জানানো হয়েছে, এপ্রিল মাস থেকে বেশিরভাগ খাদ্য সহায়তা বন্ধ হয়ে যাবে, যদিও মিয়ানমার বর্তমানে সামরিক শাসক ও বিদ্রোহী মিলিশিয়াদের মধ্যে তীব্র সংঘর্ষের কারণে মানবিক সংকটে ভুগছে।
WFP বলছে, খাদ্য সহায়তা চালিয়ে যেতে তাদের ৬০ মিলিয়ন ডলার প্রয়োজন এবং তহবিলের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা চেয়েছে সংস্থাটি।
বিশ্ব সংস্থাটি আশঙ্কা করছে, আসন্ন শুষ্ক মৌসুমে (জুলাই থেকে সেপ্টেম্বর) খাদ্য সংকট চরম আকার ধারণ করবে।
এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈদেশিক সহায়তা স্থগিতাদেশের প্রভাবও এই সংকটকে আরও তীব্র করে তুলেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
এশিয়াভিত্তিক এক ত্রাণ কর্মকর্তা বলেছেন, "মিয়ানমারে খাদ্য নিরাপত্তা ও জীবনযাত্রার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র প্রধান অবদানকারী। এখন এই সহায়তা বন্ধ হওয়া বিপর্যয়কর পরিস্থিতি তৈরি করবে, বিশেষ করে নারী, শিশু ও প্রতিবন্ধীদের জন্য।"
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?