clock ,

যৌন জীবন নিয়ে পরপুরুষের সঙ্গে আলোচনা শোভন নয়: মধ্যপ্রদেশ হাইকোর্ট

যৌন জীবন নিয়ে পরপুরুষের সঙ্গে আলোচনা শোভন নয়: মধ্যপ্রদেশ হাইকোর্ট

বিবাহিত জীবনের ব্যক্তিগত বিষয় পরপুরুষের সঙ্গে আলোচনা করা কোনও স্বামীর কাছেই গ্রহণযোগ্য নয় বলে মত দিয়েছেন মধ্যপ্রদেশ হাইকোর্টের দুই বিচারপতি। স্বামী-স্ত্রীর সম্পর্কের গোপনীয়তা রক্ষা করা উভয়ের দায়িত্ব, তাই স্ত্রীর এমন আচরণ মানসিক নির্যাতনের শামিল বলে রায়ে উল্লেখ করেছেন আদালত।

এক দম্পতির বিবাহ বিচ্ছেদের মামলার শুনানিতে বিচারপতি বিবেক রুশিয়া বিচারপতি গজেন্দ্র সিং পর্যবেক্ষণে বলেন, “পরপুরুষের সঙ্গে দাম্পত্য জীবনের খুঁটিনাটি আলোচনা করা শোভন নয়। এটি কোনও সুস্থ আচরণ নয়, যা কোনও স্বামীই মেনে নেবেন না। বিশেষত, বিপরীত লিঙ্গের বন্ধুর সঙ্গে এমন আলোচনা দাম্পত্য সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি করতে পারে।

২০১৮ সালে বিয়ে হওয়া ওই দম্পতির সম্পর্কে অবনতি ঘটে যখন স্বামী তার স্ত্রীর হোয়াটসঅ্যাপ চ্যাট দেখে ফেলেন। সেখানে তিনি দেখেন, তার স্ত্রী এক পুরুষ বন্ধুর সঙ্গে যৌন জীবন নিয়ে বিশদ আলোচনা করেছেন।

ঘটনায় স্বামী আপত্তি জানালে পরিস্থিতি আরও উত্তপ্ত হয় এবং শেষ পর্যন্ত স্ত্রী বিবাহ বিচ্ছেদের মামলা দায়ের করেন। প্রথমে ফ্যামিলি কোর্ট স্বামীর বিরুদ্ধে মানসিক নির্যাতনের অভিযোগ মেনে নিয়ে বিচ্ছেদের অনুমোদন দিলেও, স্বামী আপিল করলে হাইকোর্ট ফ্যামিলি কোর্টের রায় খারিজ করে।

হাইকোর্টের মতে, দাম্পত্য জীবনে স্বামী-স্ত্রী দুজনেরই বন্ধুদের সঙ্গে যোগাযোগের অধিকার আছে, তবে শালীনতা বজায় রাখা প্রয়োজন। আদালত আরও জানায়, “একজন স্বামী তার স্ত্রীর এমন আচরণে আপত্তি জানাতেই পারেন এবং তা যৌক্তিকও বটে। সতর্ক করা সত্ত্বেও স্ত্রীর এমন আচরণ মানসিক নির্যাতনের শামিল।

হাইকোর্টের এই রায়ের মাধ্যমে স্বামী তার অবস্থান বজায় রাখতে সক্ষম হন এবং বিচ্ছেদের মামলা তার বিপক্ষে যায়নি।

 

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য