জাপানের প্রায় ৬৫ শতাংশ প্রতিষ্ঠান শ্রমশক্তির সংকট মোকাবিলায় বিদেশি কর্মী নিয়োগ দিচ্ছে, শ্রম মন্ত্রণালয়ের একটি জরিপের তথ্যের ভিত্তিতে বিষয়টি জানিয়েছে দ্য নেশন।
জরিপে দেখা গেছে, ৫৬.৮ শতাংশ প্রতিষ্ঠান বিদেশি কর্মী নিয়োগ করেছে এই প্রত্যাশায় যে তারা জাপানি কর্মীদের সমমানের বা তাদের চেয়ে ভালো কাজ করবেন। অপরদিকে, ১৮.৫ শতাংশ প্রতিষ্ঠান বৈচিত্র্য বৃদ্ধি করাকে লক্ষ্য রেখে বিদেশি কর্মী নিয়োগ দিয়েছে।
২০২৩ সালের অক্টোবর ও নভেম্বর মাসে পরিচালিত এই জরিপে, পাঁচ বা তার বেশি কর্মী নিয়োজিত বিদেশি কর্মীদের নিয়ে কাজ করা প্রতিষ্ঠানগুলো অংশ নেয়। এতে ৩,৫৩৪টি ব্যবসা প্রতিষ্ঠান এবং ১১,৬২৯ জন কর্মীর মতামত সংগ্রহ করা হয়।
জরিপে আরও জানা গেছে, জাপানে কর্মরত ৫১.৫ শতাংশ বিদেশি কর্মী তাদের নিজ দেশের এজেন্সি বা ব্যক্তির মাধ্যমে চাকরি পেয়েছেন, যেখানে ১৩.৫ শতাংশ কর্মী জাপানের এজেন্সি বা ব্যক্তির মাধ্যমে কাজের সুযোগ লাভ করেছেন।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?