জাতীয় সংসদ নির্বাচনের আগে কোনো অবস্থাতেই স্থানীয় সরকার নির্বাচন করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন। তিনি বলেন, "বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন নিয়ে টালবাহানা শুরু করেছে। আমরা অবিলম্বে এই টালবাহানা বন্ধ করে দ্রুত সময়ের মধ্যে জাতীয় নির্বাচন দেওয়ার দাবি জানাচ্ছি।" শনিবার দুপুরে ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা বিএনপির সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলার উন্নয়ন, ফ্যাসিবাদের ষড়যন্ত্র মোকাবিলা এবং দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে এই সমাবেশের আয়োজন করা হয়।
জামায়াতকে উদ্দেশ করে জয়নুল আবেদীন বলেন, "একদিকে তারা নির্বাচন পেছানোর কথা বলছে, অন্যদিকে সারা দেশে দলীয় প্রার্থীর নাম ঘোষণা দিচ্ছে। ফ্যাসিবাদী সরকার জামায়াতকে নিষিদ্ধ করেছিল, কিন্তু তাতেও তাদের হুঁশ হয়নি। জামায়াতের কাজই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করা।"
জয়নুল আবেদীন আরও বলেন, "শেখ হাসিনা চেয়েছিলেন খালেদা জিয়া ও তারেক রহমানকে মেরে ফেলতে। কিন্তু আল্লাহ তাদের বাঁচিয়ে রেখেছেন। শেখ হাসিনা দম্ভ করে বলেছিলেন, ‘শেখের বেটি পালায় না।’ অথচ আমরা দেখেছি, তিনি হেলিকপ্টারে পালিয়েছেন। যাদের কাছে শেখ হাসিনা আশ্রয় নিয়েছিলেন, সেই ভারতের মোদি সরকার এখন তার হাত ছেড়ে দিয়েছে। মোদি বাংলাদেশের জনগণের মনোভাব বুঝতে পেরেছেন।"
সমাবেশে সভাপতিত্ব করেন ঝালকাঠি জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. সৈয়দ হোসেন, এবং সঞ্চালনা করেন সদস্যসচিব অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন। এছাড়া প্রধান বক্তা ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ধর্মবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?