জনতা ব্যাংক পিএলসির প্রধান কার্যালয়ের মানবসম্পদ বিভাগ (এইচআরডি)-এর উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মো. মুশফিকুর রহমান (৫৮) নিখোঁজ রয়েছেন। শুক্রবার (৫ জুলাই) রাজধানীর খিলক্ষেত পূর্ব নামাপাড়ার নিজ বাসা থেকে জুমার নামাজের উদ্দেশে দুপুর সাড়ে ১২টার দিকে বের হয়ে আর ফিরে আসেননি তিনি। বাসা থেকে বের হওয়ার সময় তার মোবাইল ফোন সঙ্গে ছিল না।
পরিবার জানায়, সম্ভাব্য সকল জায়গায় খোঁজ করেও শনিবার (৬ জুলাই) দুপুর দেড়টা পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি। বাসার আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা গেছে, তিনি বাসার পাশের মসজিদেও নামাজ পড়েননি।
এ বিষয়ে খিলক্ষেত থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
মুশফিকুর রহমানের খোঁজ পেলে নিচের নম্বরগুলোতে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে পরিবার:
-
জিয়াউর রহমান (ভাই): ০১৭১১-৭৮২৫৮৪
-
আবদুল আলিম খান (কোম্পানি সেক্রেটারি, জনতা ব্যাংক): ০১৯১১-২২৪৭১৮
মুশফিকুর রহমানের নিরাপত্তা নিয়ে পরিবার, আত্মীয়স্বজন ও সহকর্মীদের মধ্যে গভীর উদ্বেগ বিরাজ করছে।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?