সাম্প্রতিক সময়ে মালয়েশিয়ায় গ্রেফতার হওয়া বাংলাদেশি নাগরিকদের বিরুদ্ধে উত্থাপিত জঙ্গিবাদের অভিযোগের তদন্তে দুই দেশ যৌথভাবে কাজ করবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। কুয়ালালামপুরে অনুষ্ঠিত ৩২তম আসিয়ান আঞ্চলিক ফোরাম (এআরএফ) মন্ত্রী পর্যায়ের সম্মেলনের ফাঁকে মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী দাতো হাজি মোহাম্মদ হাসানের সঙ্গে বৈঠকে এই আলোচনা হয়।
বৈঠকে তৌহিদ হোসেন বলেন, বাংলাদেশ সব ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে এবং এ ধরনের অভিযোগ তদন্তে মালয়েশিয়ার সঙ্গে ঘনিষ্ঠভাবে সহযোগিতা করতে চায়। এ সময় তিনি সুষ্ঠু তদন্তের জন্য তথ্য ও গোয়েন্দা সহযোগিতার আহ্বান জানান। মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রীও বাংলাদেশের সঙ্গে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
উল্লেখ্য, চলতি মাসে মালয়েশিয়ার পুলিশ সন্ত্রাসবাদের অভিযোগে ৩৬ জন বাংলাদেশি নাগরিককে আটক করে। এ নিয়ে দেশজুড়ে উদ্বেগ দেখা দিলে বাংলাদেশ সরকার মালয়েশিয়া সরকারের কাছে বিস্তারিত তথ্য জানতে চায়।
এছাড়া এআরএফ সম্মেলনের sidelines-এ পররাষ্ট্র উপদেষ্টা যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি, নিউজিল্যান্ড, দক্ষিণ কোরিয়া ও শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। আলোচনায় স্থান পায় রোহিঙ্গা সংকট, এলডিসি-পরবর্তী সহযোগিতা, জলবায়ু পরিবর্তন, আঞ্চলিক নিরাপত্তা ও অর্থনৈতিক সংস্কার ইত্যাদি।
বাংলাদেশ বর্তমানে এআরএফ-এর দুটি অগ্রাধিকার ক্ষেত্র—“সন্ত্রাসবাদ দমন ও আন্তঃদেশীয় অপরাধ” এবং “দুর্যোগ ব্যবস্থাপনা”—এর সহ-সভাপতির দায়িত্ব পালন করছে। ২৭ সদস্যের ফোরামটি মূলত এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আস্থা ও সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে নব্বইয়ের দশকে গঠিত হয়।
পররাষ্ট্র উপদেষ্টা জাতীয় বিবৃতি প্রদানকালে আসিয়ান ফোরামের মন্ত্রীদের কাছে রোহিঙ্গা সংকটের প্রতি অধিক মনোযোগ দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, এই সংকট এখন শুধু মানবিক নয়, জাতীয় ও আঞ্চলিক নিরাপত্তার জন্যও হুমকি হয়ে দাঁড়িয়েছে।
বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে উপস্থিত ছিলেন মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার এম. ই. মো. শামীম আহসান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক মো. ফরহাদুল ইসলাম এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?