২০২১ সালের অস্ট্রেলিয়ান ওপেনে ফাইনালে পৌঁছেও শিরোপা হাতছাড়া করেছিলেন দানিল মেদভেদেভ। এবার তার লক্ষ্য ছিল সেই হতাশা কাটিয়ে বছরের প্রথম গ্র্যান্ড স্লামটি নিজের করে নেওয়া। তবে ঘটনা ঘটেছে উল্টো। দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নিতে হয়েছে রাশিয়ান এই টেনিস তারকাকে। আর সেই হতাশা সামলাতে না পেরে বারবার মেজাজ হারিয়েছেন ২৮ বছর বয়সি মেদভেদেভ।
একজন তারকা খেলোয়াড় হিসেবে গ্র্যান্ড স্লামে অংশ নেওয়ার পর দ্বিতীয় রাউন্ডেই বিদায় নেওয়া অবশ্যই হতাশাজনক। তবে এর প্রতিক্রিয়া হিসেবে মেজাজ হারিয়ে অসদাচরণ করা স্বাভাবিক নয়। কিন্তু মেদভেদেভের ক্ষেত্রে এটি বারবার ঘটেছে। যার জন্য এবার আসর থেকে বিদায় নেওয়ার পাশাপাশি তাকে শাস্তিও ভোগ করতে হচ্ছে। জরিমানা গুনতে হচ্ছে ৯২ লাখ টাকা।
আসরের প্রথম রাউন্ডেই মেজাজ হারিয়েছিলেন মেদভেদেভ। থাইল্যান্ডের কাসিদিত সামরেজের বিপক্ষে ৫ সেটের লড়াইয়ে জয় পেলেও তৃতীয় সেটে ক্ষুব্ধ হয়ে র্যাকেট দিয়ে নেট ক্যামেরায় পাঁচবার আঘাত করেন। এতে ক্যামেরা ও র্যাকেট ভেঙে যায়। এ ঘটনায় তাকে ১০ হাজার ডলার জরিমানা করা হয়।
তবে এখানেই থামেননি তিনি। দ্বিতীয় রাউন্ডে ১৯ বছর বয়সি লার্নার তিয়েনের বিপক্ষে ৩-২ সেটে হারের পর মেদভেদেভ বিজ্ঞাপনী বিলবোর্ডের দিকে র্যাকেট ছুড়ে মারেন এবং আম্পায়ারের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। পরে সংবাদ সম্মেলনে হাজির না হওয়ায় শাস্তির মাত্রা আরও বেড়ে যায়। এই ঘটনার জন্য তাকে ৬৬ হাজার ডলার জরিমানা করা হয়।
দু-দফা জরিমানার ফলে মোট অঙ্ক দাঁড়িয়েছে ৭৬ হাজার ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯২ লাখ টাকার বেশি। মেদভেদেভের এই আচরণ তার জন্য যেমন বিতর্ক সৃষ্টি করেছে, তেমনি শাস্তি পেয়েও সতর্ক না হওয়ার কারণে তার ক্যারিয়ারের জন্য একটি নেতিবাচক বার্তা হয়ে থাকবে।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?